পায়ের গোছা মুবারক
হুজুর আকরাম (ﷺ) এর পায়ের গোছা মুবারক সম্পর্কে বর্ণিত আছে, তার পায়ের গােছা দু'খানি সরু ও মসৃণ ছিলাে,খুব মাংশল ছিলােনা।
এক হাদীসে আছে, আমি তাঁর পায়ের গোছা দ্বয়ের দিকে দৃষ্টি করলে দেখতে পেলাম যেমন খোরমা বৃক্ষ। জিম বর্ণ পেশ ও মিমের তাশদীদ দিলে তার অর্থ হয় খােরমা বৃক্ষ। যাকে বলা হয় شحم النخل শাহমুন্নাখল। আর উক্ত গাছটির বৈশিষ্ট্য হচ্ছে সমান, পরিষ্কার, মসৃণ ও শুভ্র হওয়া ضخم الكراديس 'যাখিমুল কারাদীস' অর্থাৎ অঙ্গের জোড়াসমূহ মাংসল ছিল। দুই হাড়ের সংযোগকে كردوس 'কারদূস' বলা হয়। এই বর্ণনা দ্বারা জোড়া মাংসল এবং অঙ্গের দৃঢ়তা বুঝানো হয়েছে। صراح 'সাররাহ' কিতাবে كردوس 'কারদূস' এর অর্থ করা হয়েছে জোড়া সমূহের হাড় যুগল। যেমন দু'কান, দু'বাহু, দু'রান ইত্যাদি।
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী]
© | সেনানী এপ্স |