শামায়েলে তিরমিজি
১১.রাসূলুল্লাহ (ﷺ) এর জুতা
📌পরিচ্ছেদঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল
৫৯
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاءِ ، قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ سُفْيَانَ ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَالانِ , مَثْنِيٌّ شِرَاكُهُمَا " .
ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। [৬১]
[৬১] ইবনে মাজাহ, হাদিস/৩৬১৪; শারহুস সুন্নাহ, হাদিস/৩১৫৪ ৷
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
তাঁর জুতা ছিল চামড়ার
৬০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ، قَالَ : حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ ، قَالَ : أَخْرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ " نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ , لَهُمَا قِبَالانِ " ، قَالَ : فَحَدَّثَنِي ثَابِتٌ بَعْدُ عَنْ أَنَسُ ، أَنَّهُمَا كَانَتَا نَعْلَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
ঈসা ইবনে তাহমান (رحمة الله) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আনাস ইবনে মালিক (رضي الله عنه) আমাদের সম্মুখে দুটি লোমশূণ্য জুতা নিয়ে আসেন। আর ঐ দুটিতে দুটি করে চামড়ার ফিতা ছিল। তিনি (আহমাদ) বলেন, পরে সাবিত (رحمة الله) আমাকে আনাস (رضي الله عنه) হতে হাদীস শোনান যে, সে জুতা দুটি ছিল রাসূলুল্লাহ (ﷺ) এর। [৬২]
ব্যাখ্যা : সে সময়ে আরবে পশমসহ চামড়া দ্বারা জুতা বানানের রীতি ছিল এবং এ ধরনের জুতা পরিধানের রীতি ছিল। এজন্য বর্ণনাকারী স্পষ্ট করে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এর জুতা পশমবিহীন ছিল।
[৬২] সহীহ বুখারী, হাদিস/৩১২৭।
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
তিনি এসব জুতা পরে ওযু করতেন
৬১
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ ، قَالَ : حَدَّثَنَا مَعْنٌ ، قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، قَالَ : حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ ، أَنَّهُ قَالَ لابْنِ عُمَرَ : رَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ ، قَالَ : إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ ، وَيَتَوَضَّأُ فِيهَا " ، فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا .
উবাইদ ইবনে জুরাইজ (رحمة الله) থেকে বর্ণিতঃ
তিনি ইবনে উমর (رضي الله عنه)-কে বললেন, আমি আপনাকে লোমশূণ্য জুতা পরিধান করতে দেখেছি। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এমন জুতা পরিধান করতে দেখেছি যাতে কোন লোম ছিল না। আর তিনি সেই জুতা পরিধান করে অজু ও করেছেন। তাই আমি লোমশূণ্য জুতা অধিক ভালোবাসি। [৬৩]
[৬৩] ইবনে মাজাহ, হাদিস/৩৬১৪; শারহুস সুন্নাহ, হাদিস/৩১৫৪; সহীহ বুখারী, হাদিস/৩১২৭
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
তাঁর জুতার ফিতা দুটি ছিল চামড়ার
৬২
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ مَعْمَرٍ ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ ، عَنْ صَالِحٍ مَوْلَى التَّوْءَمَةِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : " كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَالانِ " .
আবু হুরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর জুতায় দুটি করে চামড়ার ফিতা ছিল। [৬৪]
[৬৪] মুজামুল সগীর, হাদিস/২৫৪
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
রাসূলুল্লাহ (ﷺ) তালিযুক্ত জুতাও পরিধান করতেন
৬৩
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنِ السُّدِّيِّ ، قَالَ : حَدَّثَنِي مَنْ ، سَمِعَ عَمْرَو بْنَ حُرَيْثٍ , يَقُولُ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , " يُصَلِّي فِي نَعْلَيْنِ مَخْصُوفَتَيْنِ " .
আমর ইবনে হুরায়ছ (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে তালিযুক্ত জুতা পরিধান করে সালাত আদায় করতে দেখেছি। [৬৫]
[৬৫]সুনানে কুবরা লিন নাসাঈ, হাদিস/৯৭১৭; মুসনাদে আবু ইয়ালা, হাদিস/১৪৬৫।
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
তিনি এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন
৬৪
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ ، قَالَ : حَدَّثَنَا مَعْنٌ ، قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " لا يَمْشِيَنَّ أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ ، لِيُنْعِلْهُمَا جَمِيعًا , أَوْ لِيُحْفِهِمَا جَمِيعًا " .
আবু হুরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাটে। হয়তো দু'পায়ে জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাটবে। [৬৬]
[৬৬] মুয়াত্তা মালেক, হাদিস/১৬৩৩; সহীহ বুখারী, হাদিস/ ৫৮৫৬।
হাদিসের মানঃ সহিহ হাদিস
৬৫
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى ، قَالَ : حَدَّثَنَا مَعْنٌ ، قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " نَهَى أَنْ يَأْكُلَ ، يَعْنِي الرَّجُلَ ، بِشِمَالِهِ ، أَوْ يَمْشِيَ فِي نَعْلٍ وَاحِدَةٍ " .
জাবির (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) ৰাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন। [৬৭]
[৬৭] সহীহ মুসলিম, হাদিস/৫৬২০; মুসনাদে আহমাদ, হাদিস/১৪১৫৩; সুনানুল কুবরা লিল বায়হাকী, হাদিস/৩৩৩২।
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
জুতা পরিধান করা এবং খোলার ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) এর দিক নিদের্শনা
৬৬
حَدَّثَنَا قُتَيْبَةُ ، عَنْ مَالِكٍ . ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى ، قَالَ : حَدَّثَنَا مَعْنٌ ، قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ ، فَلْتَكُنِ الْيَمِينُ أَوَّلَهُمَا تُنْعَلُ , وَآخِرَهُمَا تُنْزَعُ " .
আবু হুরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে। কিন্তু খোলার সময় যেন বাম দিক হতে আরম্ভ করে। আর তাই জুতা পরিধানে ডান পা প্রথমে দেবে এবং খোলার সময় বাম পা হতে প্রথমে জুতা খোলবে। [৬৮]
[৬৮] মুয়াত্তা মালেক, হাদিস/১৬৩৪; সহীহ বুখারী, হাদিস/৫৮৫৫; সহীহ বুখারী, হা /১০০০৪।
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
রাসুলুল্লাহ (ﷺ) ডান দিক থেকে জুতা পরিধান করতেন
৬৭
حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، قَالَ : حَدَّثَنَا أَشْعَثُ هُوَ ابْنُ أَبِي الشَّعْثَاءِ ، عَنْ أَبِيهِ ، عَنْ مَسْرُوقٍ ، عَنْ عَائِشَةَ , قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي تَرَجُّلِهِ , وَتَنَعُّلِهِ وَطُهُورِهِ " .
আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তার কেশ বিন্যাস করা, জুতা পরিধান করা ও পবিত্রতা অর্জনের ব্যাপারে ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। [৬৯]
[৬৯] সহীহ বুখারী, হাদিস/৪২৬; সুনানে নাসাঈ, হাদিস/৪২১; মুসনাদে আহমাদ, হাদিস/২৪৬৭১; ইবনে হিব্বান, হাদিস/১০৯১।
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
আবু বকর ও উমার (رضي الله عنه) ও রাসূলুল্লাহ (ﷺ) এর ন্যায় জুতা ব্যবহার করতেন
৬৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ أَبُو عَبْدِ اللَّهِ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ قَيْسٍ أَبُو مُعَاوِيَةَ ، قَالَ : حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ مُحَمَّدٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : " كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَالانِ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ " ، وَأَوَّلُ مَنْ عَقَدَ عَقْدًا وَاحِدًا عُثْمَانُ .
আবু হুরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর (رضي الله عنه) ও উমার (رضي الله عنه) প্রমুখের জুতায় দুটি করে ফিতা ছিল। উসমান (رضي الله عنه)-ই সর্বপ্রথম এক ফিতাবিশিষ্ট জুতা পরিধান করেন।[৭০]
[৭০] মুজামুল কাবীর, হাদিস/১২৮
হাদিসের মানঃ সহিহ হাদিস