"হায়দারের নছল যিনি"
[লেখক :: আরিফ ওয়াকিজ]

চুপটি করে এলেন তিনি
মনের গহিন চরে,
প্রেমের সেচেঁ ফল ফলেছে
ক্ষরা মরুর তরে।

হৃদয় চরে প্রেমের নামে
এক মহা বৃক্ষ এলো,
তাহার সবুজ ছায়ার তলে
অভাগার আশ্রয় হলো।

তাহার অতুল্য ফুলের সুভাস
চারোদিকে মাতিয়ে গেলো,
কতো বিমারের শেফা তাহার
নুরানী গন্ধে হলো।

ছায়া থাকিবে জনম ভরে
আজি বৃক্ষের প্রত্যাবর্তন,
তৃষ্ণার্ত হৃদয় একাকিত্ব হয়ে
করে বিরহের ক্রন্দন।

নিরব চাহনির কেমন শক্তি
কেনো সকলের যাতনা?
কোন কারনে ঘুরছে সবাই
কিসের মোহে জামানা?

শুধু কি তাহার রুপে পাগল
হচ্ছে মাতাল সকলে?
নাকি জাহারার ফুলের সুভাস
পাইলো মানব কুলে!

নববির কুসুম কলির সুভাস
হায়দারের নছল যিনি,
মোর রেজা যাদের নুর কহেন
সেই নুরের কলি তিনি।

ওরে ওয়াকিজ তুই কি শুধু
তাহার সুনাম করিস?
নঈমী জালাল বাকি বিল্লাহ্ জলিল
তাহার গোলাম জানিস?
Top