লাইলাতুল কদর কোন রাতে খুঁজবেন ? এই রাত কেন এতো মূল্যবান ?
回 লাইলাতুল ক্বাদর সম্পর্কে আল কোরআন
ණ: আমি এ গ্রন্থ-টি নাযিল করেছি এক মর্যাদাপূর্ণ রাতে, তুমি কি জানো সেই (মর্যাদাপূর্ণ) রাতটি কি ? মর্যাদাপূর্ণ এ রাতটি হাজার মাসের চেয়ে উত্তম; এতে (ফেরশতা ও তাদের সর্দার)’রূহ’ তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে (যমীনে) অবতরণ করে, ( সে আদেশ বার্তাটি হচ্ছে চিরন্তন)প্রশান্তি, তা ঊষার আবির্ভাব পর্যন্ত (অব্যাহত) থাকে। ( সূরাঃ- আল ক্বাদর, আয়াতঃ- ১-৫)
回 লাইলাতুল কদরে সওয়াবের আশায় রাতে জেগে ইবাদাত করলে আল্লাহ্ আতীতের গুনাহ মাফ করেন
(01) ණ: আবুল ইয়ামান (رحمة الله)…… আবূ হুরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ- যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লায়লাতুল কদর-এ ইবাদতে রাত্রি জাগরণ করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। ( সহীহ বুখারী শরীফঃ- ৩৪, খণ্ডঃ- ০১)
(02) ණ: কুতায়বা ইবন সা’ঈদ (رحمة الله)…… আয়িশা (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ- তোমরা রমযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের সন্ধান কর। ( সহীহ বুখারী শরীফঃ- ১৮৯০ )
回 লাইলাতুল কদর কোন রাতে খুঁজবেন ?
(01) ණ: কুতায়বা ইবন সা’ঈদ (رحمة الله)…… আয়িশা (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ- তোমরা রমযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের সন্ধান কর। ( সহীহ বুখারী শরীফঃ- ১৮৯০, খণ্ডঃ- ০৩)
回 (টীকাঃ- লাইলাতুল কদর এর মধ্যে রমযানের বেজোড় রাতগুলি ২১, ২৩, ২৭শে রাত্রি গুলির সম্ভাবনা সর্বাপেক্ষা বেশী । অধিকাংশ উলামা এ মতটি গ্রহণযোগ্য বলে মনে করেছেন ।)