প্রশ্নোত্তর: পুরাতন মসজিদের জায়গায় অযুখানা করা যাবে কিনা?


🔴প্রশ্নঃ🔴 আমাদের এলাকায় একটি মসজিদ ছিল। মসজিদটি মূল স্থান থেকে সামান্য দূরে নিয়ে নতুন করে তৈরী করছে। মূল স্থানের কিছু জায়গায় পরিচালানা কমিটি অযুখানা করার চিন্তা করছে। তা কি শরীয়ত সম্মত হবে?


উত্তর: পুরাতন মসজিদের মূল জায়গা বারান্দাসহ হেফাজত ও সংরক্ষণ করা এলাকাবাসীর উপর অপরিহার্য কর্তব্য। সুতরাং পুরাতন মসজিদের মূল জায়গায় অযুখানা নির্মাণ করা যাবে না। বরং পুরাতন মসজিদের মূল জায়গা . . . . . নেহায়ত আদব ও আন্তরিকতার সাথে রক্ষা করতে হবে বা ঘেরাও দিয়ে সংরক্ষণ করতে হবে যেন কোন পশুপ্রাণী বিচরণ করতে না পারে। এর ব্যর্থয় ঘটলে এলাকাবাসী সকলে গুনাহগার হবে।

উল্লেখ্য, পুরাতন মসজিদের বারান্দাসহ মূল জায়গায় অফিস রুম, দোকান-পাট, বাড়ি-ঘর, প্রশ্রাব ও পায়খানা ইত্যাদি নির্মাণ করা যাবে না। এমনকি পুরাতন মসজিদের নির্মাণ সামগ্রী অপবিত্র কোন কাজে লাগাতেও পারবে না। এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

[ফয়োয়ে রজভীয়া শরীফ কৃত: ইমাম আ’লা হযরত শাহ্ আহমদ রেযা (رحمة الله), ও ফতোয়ায়ে ফয়জুর রাসূল কৃত হযরত জালাল উদ্দীন আমজাদী হানাফী (رحمة الله)]



Top