মুবারক স্কন্ধদ্বয়
মানকাবা শব্দটি মিম বর্ণের যবর ও কফ বর্ণের যের হবে। অর্থ হচ্ছে বাজু ও ঘাড়ের মধ্যবর্তী স্থান যাকে গর্দান বলা হয়। হুজুর পাক (ﷺ)'র কাধ মোবারক এর বর্ণনা এসেছে,
بعيدا ما بين المنكبين
‘বায়িদান মাইনাল মানকাবাইনে'। অর্থাৎ তার স্কন্ধদ্বয়ের মধ্যে দূরত্ব ছিলে। আমার এ – بعيد 'বাঈদ' শব্দটি بعيد 'বাইদুন তাসগীর' (ক্ষুদ্র অর্থবােধক বিশেষ্য) হিসাবেও পড়া হয় অর্থাৎ অল্প দূরত্ব ছিলাে। কেউ কেউ আবার উক্ত বর্ণনার ব্যাখ্যা করেছেন—প্রশস্ত বক্ষের অধিকারী। বস্তুতঃ বক্ষের প্রশস্ততা, সে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যার বর্ণনা এরকম এসেছে-বক্ষ প্রশস্ত ও দুই কাঁধের মধ্যবর্তী স্থানের দূরত্ব। এ দুটি বৈশিষ্ট্যই একে অপরের সাথে ওতপ্রােতভাবে জড়িত। যেহেতু এ দুটি বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন দুখানি অঙ্গের সাথে সম্পৃক্ত। কাজেই তার বর্ণনা আলাদাভাবে পেশ করা হয়েছে।
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী]
© | সেনানী এপ্স |