পূতপবিত্র উদর
এ সম্পর্কে বর্ণনা এসেছে, হুজুর আকরাম (ﷺ) এর পেট ও বক্ষ উভয়ই সমান ছিলে। অর্থাৎ বক্ষ পেটের চেয়ে উঁচু ছিলে না, আবার পেটও বক্ষ থেকে স্ফীত ছিলে না, উভয় অঙ্গ সমান সমান, স্বাভাবিক ছিলাে। হযরত আবু হুরায়রা (رضي الله عنه) এর বর্ণিত হাদীছে যে বর্ণনা এসেছে তার ব্যাখ্যা হচ্ছে, প্রশস্ত উদর। আর এই বৈশিষ্ট্যটি (চওড়া বক্ষ) এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে কোন কোন হযরত উদর ও বক্ষ সমান হিসাবে ব্যাখ্যা
করেন। হুজুর আকরাম (ﷺ) এর পেট মোবারক এর বর্ণনায় হজরত ইবনে উম্মে হানী (رضي الله عنه) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পেট মোবারক দর্শন করেছি। তার পেট মুবারক ছিল স্তরে স্তরে ভাঁজ করে রাখা কাগজের মত। অর্থাৎ খুব মসৃণ ও সুন্দর।
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী]
© | সেনানী এপ্স |