পবিত্র নাসিকা
হুজুর আকরম (ﷺ) এর নাসিকা মুবারক সম্পর্কে اقنى الانف ‘আকনালআনফ' ও اقنى العرنين ‘আননালইরনীন’ এরূপ বর্ণনা এসেছে। عرنين 'ইরনীন’ শব্দের অর্থ ভ্রু এর পশমের নীচের মিলিত স্থানের উচ্চতা (অর্থাৎ নাকের উচ্চতা) আবার اقنى 'আকনা' শব্দের ব্যাখ্যা سائل الحاجبين ‘সায়েলুলহাজেবাইন' ও হয়ে থাক - ভ্রু এর নিম্নদেশ ক্রমশঃ প্রবাহিত হয়ে আসা। অর্থাৎ মধ্যবর্তী স্থান বা (নাসিকা) লম্বা ও সরু উভয়ের মধ্যে সামঞ্জস্যশীল। আবার سيلان ‘সায়লান' প্রতিশব্দ دقة 'দিককত' সরুও হয়ে থাকে। যার ভাবার্থ হচ্ছে নাসিকার স্থূলত্ব রহিত হওয়া।
হুজুর আকরাম (ﷺ) এর নাসিকা মুবারক এত নূরানী এবং উজ্জ্বল ছিলে যে, কোন দর্শনকারী ভালোভাবে খেয়াল করে না দেখলে সাধারণত এরকমই দেখতে পেতাম যে, তাঁর নাসিকা মুবারক উন্নত। কিন্তু আসলে উন্নত ছিলােনা। বরং নূরের তাজাল্লীর কারণে এরকম উঁচু মনে হতো। অধিকন্তু এ দৃশ্যমান উচ্চতার মধ্যে সৌভাগ্য ও নেকবখতীর দ্যুতি পরিক্ষুটিত হতাে।
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী]
© | সেনানী এপ্স |