অসাধারণ একটি ঘটনা।
"নাক কাটা বাদশাহ!"
🖋Swadhin Ahmed 

[A Motivational Islamic Story]

একদা এক রাজা ছিলেন।তিনি তলোয়ার চালাতে পারদর্শী ছিলেন না।তাই ভালোভাবে তলোয়ার এর ব্যবহার শিখার জন্য এক খালি জায়গায় তিনি তলোয়ার এর ব্যবহার চর্চা করছিলেন।হঠাৎ ভুল ক্রমে তলোয়ারটি তার নাকে লেগে যায় এবং ওনার নাক কেটে যায়।

তিনি যখন নিজ রাজদরবারে ফিরে আসলেন,তখন ওনার নাক কাটা দেখে উজির হাসতে লাগল।এ দেখে রাজা খুব লজ্জা পেলেন এবং আদেশ করলেন যেন উজিরের নাকও কেটে দেয়া হয়।যখন উজিরের নাকও কেটে দেয়া হল,তখন সবাই এদের দুজনকে দেখে হাসতে লাগল।তারপর এদেরও নাক কেটে ফেলার আদেশ দেয়া হল।এভাবে একে একে সকলের নাক কেটে ফেলা হতো।এমনকি বাচ্চা জন্ম হওয়ার পর তার নাক ও কেটে দেয়া হতো।এটা তখন এদের রাজ্যের সংস্কৃতি হয়ে গেছিল।

একদিন এক মুসাফির অন্য রাজ্য থেকে আসলেন এই রাজ্যে।তখন সবাই ওনাকে দেখে হাসতে লাগল।তিনি অবাক হলেন যে এ কেমন গোত্র,যারা আল্লাহর সৃষ্টি বিকৃত করে আমাকে অবিকৃত দেখে হাসছে!

প্রিয় ইসলামী ভাইয়েরা!আমরাও কিন্তু এমনই একটি যুগে রয়েছি।আমাদের মধ্যে ইহুদীরা এমন কালচার এর প্রচলন করেদিয়েছে যে আমরা এখন সুন্নাতের ওপর আমল করে এমন কাওকে দেখলে হাসাহাসি করি।তাকে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি।অথচ আমাদের হাসার কথা ছিল ইহুদি-খৃষ্টানদের কালচার, পোশাক যা মুসলামনগণ আমল করছে তা দেখে।

প্রিয় ঈমানদারগণ!যারা সুন্নাতের ওপর আমল করতে গিয়ে বিভিন্ন কষ্টের মুখোমুখি হচ্ছেন,আপনারা ধৈর্য ধারণ করুন।আর আল্লাহ অবশ্যই এর প্রতিদান দিবেন।ইনশাআল্লাহ।
Top