দুগ্ধপোষ্য শিশুর কথা বলা এবং সাক্ষ্য প্রদান
হজরত মুআইকাব ইয়ামানী (رضي الله عنه) থেকে বর্ণিত আছেÑ আমি বিদায় হজের সময় উপস্থিত ছিলাম। সেখান থেকে যখন আমার ঘরে পৌঁছলাম, তখন নবী করীম (ﷺ) কে আমার ঘরে উপস্থিত দেখতে পেলাম। সেখানে এক বিস্ময়কর ঘটনা দৃষ্টিগোচর হলো। এক ইয়ামানী ব্যক্তি একটি সদ্যপ্রসূত সন্তান কোলে করে নবী করীম (ﷺ) এর কাছে নিয়ে এলো। নবী করীম (ﷺ) বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, “আমি কে!” বাচ্চাটি উত্তরে বললো, ‘আপনি মোহাম্মদ, আল্লাহ্র রসুল।’ নবী করীম (ﷺ) বললেন ‘তুমি সত্য বলেছো, আল্লাহ্তায়ালা তোমাকে বরকত দান করুন।’ বাচ্চাটি কথা শেষ করতে না করতেই যুবক হয়ে গেলো। আমরা তার নাম রেখেছিলাম মোবারকু ইয়াসামা। হজরত ফাহাদ ইবনে উতাইয়া থেকে বর্ণিত আছে- একদা রসুলেপাক (ﷺ) এর কাছে এমন একটি শিশুকে নিয়ে আসা হলো, যে কথা বলতে পারে না। রসুলেপাক (ﷺ) শিশুটিকে জিজ্ঞেস করলেন, ‘আমি কে?’ তৎক্ষণাৎ তার মুখে ভাষা ফুটলো, আপনি আল্লাহ্র রসুল। এই হাদীছ ইমাম বায়হাকী বর্ণনা করেছেন।
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)]
© | সেনানী এপ্স |