আল্লাহ্তায়ালার সঙ্গে বাক্যালাপ
হজরত মুসা (عليه السلام) এর ফযীলত বর্ণনায় হকতায়ালা এরশাদ করেছেন, ‘আল্লাহ্তায়ালা হজরত মুসা (عليه السلام) এর সঙ্গে কথা বলেছেন।’ আমাদের নবী সাইয়্যেদে আলম (ﷺ) এর সঙ্গেও আল্লাহ্তায়ালা কথা বলেছেন শবে মেরাজে। দু’জন নবীর কালামের অবস্থা পর্যালোচনা করলে দেখা যায়, আল্লাহ্তায়ালা রসুলে আকরম (ﷺ) এর সাথে একান্তে কথা বলেছেন, যা সংঘটিত হয়েছিলো সমগ্র নভোমণ্ডলের উপরে সিদ্রাতুল মুন্তাহার কাছে। আর তা হচ্ছে সৃষ্টিকুলের যাবতীয় এলেমের শেষ সীমা। আর হজরত মুসা (عليه السلام) এর সঙ্গে আল্লাহ্তায়ালার একান্তকথা হয়েছিলো সীনাই পর্বতে। রসুলে আকরম (ﷺ) এর সঙ্গে আল্লাহ্পাকের আলাপনের স্থান পাহাড় নয়, জগত নয়, আকাশ নয়। বরং আকশসমূহেরও ঊর্ধ্বে।
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)]
© | সেনানী এপ্স |