সোনার মদিনা কেন এতো দূরে

-------------------------------------------

সোনার মদিনা কেন এতো দূরে(২)

রওজা মদিনা কেন এতো দূরে (২)


সোনার মদিনা কেন এতো দূরে

রওজা মদিনা কেন এতো দূরে (২)


আমি কবে যাবো কিভাবে যাবো,

কবে যাবো কিভাবে যাবো

প্রিয় নবির রওজা পাকে◀(২)(ঐ)


পাখির মতো যদি থাকতো ডানা

উড়ে যেতাম আমি দূর মদিনা (২)


চুমু খেয়ে থাকতাম আমি(২)

রওজা মদিনায় পড়ে(২)(ঐ)


তব নুরানি চেহেরা দেখিবো(২)

তোমার তরে জীবন সঁপে দিবো(২)


প্রিয় নবি মায়া করে(২)

কাছে টেনে নিও মোরে(২)(ঐ)


_____________________

© ইসলামী বিশ্বকোষ


Top