মোহাম্মদ মুস্তফা সাল্লে আলা 

(কাজী নজরুল ইসলাম)


মোহাম্মদ মুস্তফা সাল্লে আলা

তুমি বাদশারও বাদশাহ্ কমলিওয়ালা।।

পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া

হল পূর্ণ বেহেশতী নূরেে উজালা।।

গুনাহগার উম্মত লাগি

দাড়ায়ে রবে লয়ে তহুরায় পিয়ালা।।

জ্বলিবে হাশর দিনে দ্বাদশ রবি

নফ্সি নফ্সি কবে সকল নবী,

“ইয়া উম্মতি, ইয়া উম্মতি ” একেলা তুমি,

কাদিবে খোদার পাক আরশ চুমি ‘

করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান,

তব গুণ গাহিল নিজে আল্লাহতালা।


|  ইসলামী বিশ্বকোষ  |

Top