[কিতাবঃ যুগ জিজ্ঞাসা, 

✍লেখকঃ অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আল-কাদেরী]


মুহাম্মদ গোলাম মোস্তফা

রুয়া, কুমিল্লা।

🔴প্রশ্নঃ🔴 স্বামী-স্ত্রীকে রাগ করে বা মাদক নেশা জাতীয় কোন দ্রব্য সেবন করে তালাক দিলে তালাক হবে কিনা? ইসলামী শরীয়ত মোতাবেক উত্তর দানে বাধিত করার নিবেদন রইল।


উত্তর: স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে তর্কের এক পর্যায়ে স্বামী রাগান্বিত হয়ে রাগের প্রথম স্তরে এবং শরাব-মদ-নেশা জাতীয় দ্রব্য সেবন করে নেশার প্রাথমিক অবস্থায় যখন স্বামীর হুশ-বুদ্ধি ও আকল বিবেক সব ঠিক থাকে তখন স্ত্রীকে তালাক প্রদান করলে ইসলামী শরীয়ত মোতাবেক তালাক কার্যকর হয়ে যাবে। শরহে বেকায়া ও আদ্দুররুল মোখতারসহ প্রায় ফিকহের কিতাবে তালাক অধ্যায়ে উল্লেখ করা হয়েছে- طلق الغضبان يقع অর্থাৎ রাগান্বিত ব্যক্তির তালাক কার্যকর হয়ে যায়। আরো উল্লেখ করা হয়েছে- طلق السكران يقع অর্থাৎ নেশাগ্রস্ত ব্যক্তির তালাক কার্যকর হয়ে যায়। তবে রাগান্বিত ব্যক্তির রাগ এবং নেশাগ্রস্ত ব্যক্তির নেশা ও মাতলামী যদি চরম পর্যায়ে পৌঁছে যায় যখন হুশ বুদ্ধি স্থির থাকে না লোপ পায়, কি বলতে কি বলেছে? কিছুই জানে না এবং তাঁর থেকে অস্বাভাবিক অবস্থা পরিলক্ষিত হয় তখন ফোকাহায়ে কেরামের মতে উক্ত ব্যক্তির তালাক ও অন্যান্য লেনদেন ইসলামী শরীয়ত মোতাবেক গ্রহণযোগ্য হয় না। এটাই ইসলামী শরীয়তের ফতোয়া ও ফায়সালা। উল্লেখ্য, চরম রাগ ও শরাব-মদ-নেশা পান করা হারাম- বিধায় উক্ত স্বামীকে অবশ্যই খালেস নিয়তে আল্লাহর দরবারে তাওবা করতে হবে এসব গুনাহ হতে বিরত থাকতে হবে।

الله ورسوله اعلم بالصواب


Top