মা ফাতেমার কান্দন যেদিন
মা ফাতেমার কান্দন যেদিন, হোসেন হারা শোকেতে
কেমন করে নিষ্ঠুর জগৎ, পারলো বাঁচিতে (২)
কারবাল্লার উপরে আকাশ,কেমনে রইলো বসিয়া (২)
কি নিষ্ঠুর জল রাখিল, সাগর বুক ভরাইয়া
যেদিন সিমুর চুরি চালাই, নবি বংশের গলাতে(ঐ)
পানি পানি করে শব্দ, উঠল যেদিন কারবাল্লায় (২)
আজগরের বুকেতে তীর, দিল পানির বদলায় (২)
সেদিন কেন জল নিল না, নিষ্ঠুর মেঘের বুকেতে (ঐ)
যে এজিদে দয়াল নবির, চোখে দিল শোকের জল (২)
মা ফাতেমার বুকে দিল, হোসেন হারা সুবিশাল
মাটির উপর কেমনে মাটি, দিল তার হাটিতে (ঐ)
শোন সামসু যে ঘটনা, ঘটেছিল কারবাল্লায় (২)
এমনও নিষ্ঠুর কাজ, কেউ করে নাই দুনিয়ায়
আজো কাঁদে মা ফাতেমা রওজায় বসে দিন রাতে (ঐ)
_____________________
© ইসলামী বিশ্বকোষ