শামায়েলে তিরমিজি
৪.রাসূলুল্লাহ (ﷺ) এর মাথার চুল বিন্যাস করা
📌পরিচ্ছেদঃ
রাসূলুল্লাহ ও মাথার কেশ পরিপটি করতেন
২৭
حَدَّثَنَا حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ ، قَالَ : حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى ، قَالَ : حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : " كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَأَنَا حَائِضٌ " .
আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি হায়েয (ঋতুবতী) অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) ও এর মাথার কেশ পরিপাটি করতাম। [২৭]
[২৭] মুয়াত্তা ইমাম মালেক, হাদিস/১৩৩; সহীহ বুখারী, হাদিস/২৯৫; নাসাঈ, হাদিস/২৭৭; মুজামুল আওসাত, হাদিস/২০৬৬ দারেমী, হাদিস/১০৫৮ সহীহ ইবনে হিব্বান, হাদিস/১৩৫৯ মিশকাত, হাদিস/৪৪১৯।
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
তিনি ডান দিক থেকে কেশ বিন্যাস করতেন
২৮
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ ، قَالَ : حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنِ الأَشْعَثِ بْنِ أَبِي الشَّعْثَاءِ ، عَنْ أَبِيهِ ، عَنْ مَسْرُوقٍ ، عَنْ عَائِشَةَ , قَالَتْ : " إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ إِذَا تَطَهَّرَ ، وَفِي تَرَجُّلِهِ إِذَا تَرَجَّلَ ، وَفِي انْتِعَالِهِ إِذَا انْتَعَلَ " .
আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ওযু করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন, কেশ বিন্যাস ও জুতা পরিধানের কাজও ডান দিক থেকে আরম্ভ করতেন। [২৮]
ব্যাখ্যা : হাদীসে উল্লেখিত বিষয়গুলোই নয়; বরং যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায়, সেসব কাজ ডান দিকে হতে আরম্ভ করা মুস্তাহাব। যেমন- জামা বা মোজা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করা পছন্দনীয়। কারণ এর দ্বারা সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনিভাবে মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রথমে দেবে। কারণ মসজিদে প্রবেশ করা মর্যাদার বিষয়। আর যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় না, সেসব কাজ বাম দিক থেকে আরম্ভ করা মুস্তাহাব। যেমন- পায়খানায় প্রবেশের সময় বাম পা আগে দেয়া, কাপড় ও জুতা খোলার সময় বাম পার্শ্ব হতে খুলা আরম্ভ করা এবং মসজিদ হতে বের হওয়ার সময় বাম পা আগে বের করা। আয়েশা (رضي الله عنه) কর্তৃক বর্ণিত হাদীসটি মূলনীতি হিসেবে গণ্য হবে।
[২৮] সহীহ মুসলিম, হাদিস/৬৩৯; ইবনে মাজাহ, হাদিস/৪০১; মুসনাদে আহমাদ, হাদিস/২৫৭০৫; মুসনাদে আবু ই'আলা, হাদিস/৪৮৫১।
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
তিনি প্রত্যহ কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন
২৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ ، عَنِ الْحَسَنِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ، قَالَ : " نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عنِ التَّرَجُّلِ , إِلا غِبًّا " .
আবদুল্লাহ ইবনে মুগাফফাল (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যহ (বারবার) কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন।[২৯]
[২৯] আবু দাউদ, হাদিস/৪১৬১; নাসাঈ, হাদিস/৫০৫৬; মুসনাদে আহমাদ, হাদিস/১৬৮৩৯; মুজামুল কাবীর, হাদিস/১৬৬৪; সহীহ ইবনে হিব্বান, হাদিস/৫৪৮৪; জামেউস সগীর, হাদিস/১২৮২৬; সিলসিলা সহীহাহ, হাদিস/৫০১; মিশকাত, হাদিস/৪৪৪৮।
হাদিসের মানঃ সহিহ হাদিস