শামায়েলে তিরমিজি


১৭.নবী (ﷺ) এর পাগড়ি   


📌পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ (ﷺ) কালো পাগড়ি পরিধান করতেন


৮৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ . ح حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلانَ ، قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرٍ ، قَالَ : " دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مَكَّةَ يَوْمَ الْفَتْحِ , وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ " .


জাবির (رضي الله عنه) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী (ﷺ) কালো পাগড়ি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন।[১]


[১] সহীহ মুসলিম, হাদিস/৩৩৭৫; আবু দাউদ, হাদিস/৪০৭৮; সুনানে নাসাঈ, হাদিস/৫৩৪৪; ইবনে মাজাহ, হাদিস/২৮২২; মুসনাদে আহমাদ, হাদিস/১৪৯৪৭; ইবনে হিব্বান, হাদিস/৫৪২৫।

হাদিসের মানঃ সহিহ হাদিস

 

📌পরিচ্ছেদঃ

তিনি পাগড়ি পরিধান করে খুৎবা প্রদান করতেন


৮৭

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ مُسَاوِرٍ الْوَرَّاقِ ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ , وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ " .


আমর ইবনে হুরায়স (رضي الله عنه) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে কালো পাগড়ি পরিহিত অবস্থায় মিম্বারের উপর খুৎবা দিতে দেখেছি।[১]


[১] সহীহ মুসলিম, হাদিস/৩৩৭৭; আবু দাউদ, হাদিস/৪০৭৯: ইবনে মাজাহ, হাদিস/১১০৪৷

হাদিসের মানঃ সহিহ হাদিস

 

📌পরিচ্ছেদঃ

তিনি পাগড়ির কিছু অংশ দু’কাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন


৮৮

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْمَدَنِيُّ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِذَا اعْتَمَّ , سَدَلَ عِمَامَتَهُ بَيْنَ كَتِفَيْهِ " ، قَالَ نَافِعٌ : وَكَانَ ابْنُ عُمَرَ ، يَفْعَلُ ذَلِكَ ، قَالَ عُبَيْدُ اللَّهِ : وَرَأَيْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ ، وَسَالِمًا يَفْعَلانِ ذَلِكَ .


ইবনে উমার (رضي الله عنه) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, নবী (ﷺ) যখন পাগড়ি পরিধান করতেন তখন দু’কাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন। নাফি’ (رحمة الله) বলেন, ইবনে উমর (رضي الله عنه)ও অনুরূপ করতেন। উৰায়দুল্লাহ (رحمة الله) বলেন, আমি কাসিম ইবনে মুহাম্মাদ ও সালিম (رحمة الله)-কেও অনুরূপ করতে দেখেছি। [৯০]


[৯০] শারহুস সুন্নাহ, হাদিস/৩১০৯; জামেউস সগীর, হাদিস/৮৮০৫; সিলসিলা সহীহাহ, হাদিস/৭১৭; মিশকাত, হাদিস/৪৩৩৮।

হাদিসের মানঃ সহিহ হাদিস

 

📌পরিচ্ছেদঃ

তিনি তৈলাক্ত পাগড়িও ব্যবহার করতেন


৮৯

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى ، قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، قَالَ : حَدَّثَنَا أَبُو سُلَيْمَانَ وَهُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْغَسِيلِ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " خَطَبَ النَّاسَ , وَعَلَيْهِ عِصَابَةٌ دَسْمَاءُ " .


ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, নবী (ﷺ) তৈলাক্ত পাগড়ি পরিধান করে জনতার উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।[১]


[১] সহীহ বুখারী, হাদিস/৩৮০০।

হাদিসের মানঃ সহিহ হাদিস

Top