শামায়েলে তিরমিজি
৩.রাসূলুল্লাহ (ﷺ) এর চুল
📌পরিচ্ছেদঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর মাথার চুল দু’কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল
১৯
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ ، قَالَ : أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى نِصْفِ أُذُنَيْهِ " .
আনাস ইবনে মালিক (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর মাথার চুল দু’কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল। [১৯]
[১৯] নাসাঈ, হাদিস/৫২৩৪; শারহুস সুন্নাহ, হাদিস/৩৬৩৮।
হাদিসের মানঃ সহিহ হাদিস
২০
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ ، قَالَ : أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : " كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ ، وَكَانَ لَهُ شَعْرٌ فَوْقَ الْجُمَّةِ , وَدُونَ الْوَفْرَةِ " .
আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একত্রে একই পাত্রের পানি দ্বারা গোসল করতাম। আর তাঁর চুল কানের লতি এবং মধ্যবর্তী স্থান বরাবর লম্বা ছিল। [২০]
[২০]শারহুস-সুন্নাহ,হাদিস/৩১৩৭,মিশকাত,হাদিস/৪৪৬০৷
হাদিসের মানঃ সহিহ হাদিস
২১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، قَالَ : حَدَّثَنَا أَبُو قَطَنٍ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرْبُوعًا ، بَعِيدَ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ ، وَكَانَتْ جُمَّتُهُ تَضْرِبُ شَحْمَةَ أُذُنَيْهِ " .
বারা ইবনে আযিব (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মধ্যমাকৃতির দেহবিশিষ্ট ছিলেন। তার দু’কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তার মাথার চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল। [২১]
[২১] সহীহ বুখারী, হাদিস/৩৫৫১; সহীহ মুসলিম, হাদিস/৬২১০; আৰু দাউদ, হাদিস/৪০৭৪, নাসাঈ, হাদিস/৫২৩২ মুসনাদে আহমাদ, হাদিস/১৮৪৯৬; সহীহ ইবনে হিব্বান, হাদিস/৬২৮৪; মিশকাত, হাদিস/৫৭৮৩
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
তাঁর চুল সামান্য কোঁকড়ানো ছিল
২২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ ، قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ قَتَادَةَ ، قَالَ : قُلْتُ لأَنَسٍ : كَيْفَ كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ : " لَمْ يَكُنْ بِالْجَعْدِ , وَلا بِالسَّبْطِ ، كَانَ يَبْلُغُ شَعْرُهُ شَحْمَةَ أُذُنَيْهِ "
কাতাদা (رحمة الله) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কেশ কেমন ছিল সে সম্পর্কে আমি আনাস (رضي الله عنه)-এর নিকট জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, তিনি অত্যাধিক কোকড়ানো কিংবা একেবারে সোজা কেশবিশিষ্ট ছিলেন না। তার কেশ উভয় কানের লতি পর্যন্ত শোভা পেত। [২২]
[২২] নাসাঈ, হাদিস/৫২৩৪; শারহুস সুন্নাহ, হাদিস/৩৬৩৮; শারহুস সুন্নাহ, হাদিস/৩১৩৭; মিশকাত, হাদিস/৪৪৬০, সহীহ বুখারী , হাদিস/৩৫৫১; সহীহ মুসলিম, হাদিস/৬২১০; আবু দাঊদ, হাদিস/৪০৭৪; নাসাঈ, হাদিস/৫২৩২, মুসনাদে আহমাদ, হাদিস/১৮৪৯৬; সহীহ ইবনে হিব্বান, হাদিস/৬২৮৪; মিশকাত, হাদিস/৫৭৮৩; সহীহ মুসলিম, হাদিস/৬২১৩; নাসাঈ, হাদিস/৫০৫৩; মুসনাদে আহমাদ, হাদিস/১২৪০৫; সহীহ ইবনে হিব্বান, হাদিস/৬২৯১।
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
তিনি চুলের মধ্যে বেণী বাঁধতেন
২৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَبِي عُمَرَ الْمَكِّيُّ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ ، عَنْ مُجَاهِدٍ ، عَنْ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ ، قَالَتْ : " قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَدْمَةً , وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ " .
উম্মে হানী বিনতে আবু তালিব (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) চারটি চুলের বেণী নিয়ে মক্কায় আগমন করেছিলেন। [২৩]
ব্যাখ্যা : উল্লেখিত হাদীসে বেণী বা ঝুটি বলতে মহিলাদের মতো বেণী বা ঝুটি উদ্দেশ্য নয়। বরং এর দ্বারা বিশেষ ধরনের চুলের পরিপাটির উদ্দেশ্য। কেননা রাসূলুল্লাহ (ﷺ) পুরুষদেরকে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন।
[২৩] আবু দাউদ, হাদিস/৪১৯৩; ইবনে মাজাহ, হাদিস/৩৬৩১; মুসনাদে আহমাদ, হাদিস/২৬৯৩৪; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস/২৫৫৭৩ মিশকাত, হাদিস/৪৪৪৬।
হাদিসের মানঃ সহিহ হাদিস
২৪
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ، عَنْ مَعْمَرٍ ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ ، عَنْ أَنَسٍ : " أَنَّ شَعْرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ " .
আনাস (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর মাথার চুল তার দু’কানের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল। [২৪]
[২৪] সহীহ মুসলিম, হাদিস/৬২১৫ আৰু দাউদ, হাদিস/৪১৮৮; নাসাঈ, হাদিস/৫০৬১; মুসনাদে আহমাদ, হাদিস/১২১৩৯ ৷
হাদিসের মানঃ সহিহ হাদিস
📌পরিচ্ছেদঃ
রাসূলুল্লাহ (ﷺ) চুলের মধ্যে সিঁথি করতেন
২৫
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ : " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسْدِلُ شَعْرَهُ ، وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرِقُونَ رُءُوسَهُمْ ، وَكَانَ أَهْلُ الْكِتَابِ يُسْدِلُونَ رُءُوسَهُمْ ، وَكَانَ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ بِشَيْءٍ ، ثُمَّ فَرَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ " .
ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তার কেশ নিম্নদেশে ঝুলিয়ে রাখতেন (অর্থাৎ প্রথমদিকে তিনি সিথি করতেন না)। আর মুশরিকরা তাদের মাথায় সিথি করত। পক্ষান্তরে আহলে কিতাব তাদের মাথার চুল ঝুলিয়ে রাখত। প্রথমদিকে রাসূলুল্লাহ (ﷺ) গ্ৰ যে ব্যাপারে প্রত্যাদেশ না পেতেন, সেসব ব্যাপারে আহলে কিতাবদের অনুসরণ পছন্দ করতেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তার কেশকে সিথি করতেন। [২৫]
[২৫] সহীহ বুখারী, হাদিস/৩৫৫৮, নাসাঈ, হাদিস/৫২৩৮; মুসনাদে আহমাদ, হাদিস/২৬০৫।
হাদিসের মানঃ সহিহ হাদিস
২৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ نَافِعٍ الْمَكِّيِّ ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ ، عَنْ مُجَاهِدٍ ، عَنْ أُمِّ هَانِئٍ ، قَالَتْ : " رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَا ضَفَائِرَ أَرْبَعٍ " .
উম্মে হানী (رضي الله عنه) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে আমি চুলের চারটি বেণী বাধা অবস্থায় দেখেছি। [২৬]
[২৬] মুসনাদে আহমাদ, হাদিস/২৭৪৩০ মুজামুল কাবীর লিত তাবারানী, হাদিস/২০৪৮৩।
হাদিসের মানঃ সহিহ হাদিস