পবিত্র সমষ্টিভূত বাক্য
খাতামুল আম্বিয়া আহমদ মুজতবা মোহাম্মদ মোস্তফা (ﷺ) এর পবিত্র বাক্যাবলীর বৈশিষ্ট্য সম্পর্কে তিনি স্বয়ং এরশাদ ফরমান, আমাকে জামে কালামের বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে এবং আমার জন্য কালামকে সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে। জামে কালাম এর অর্থ হচ্ছে, এমন শব্দসম্বলিত বাক্য যা সর্বাধিক সংক্ষিপ্ত অথচ অধিক অর্থবহ। উলামায়ে কেরাম আপন আপন শক্তি ও ক্ষমতা অনুসারে হুজুর পাক (ﷺ) এর এ জাতীয় কিছু বাণী সংগ্রহ করেছেন। বিশেষ করে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বাদশাহ, শাসক বা বড় বড় আমীর গণের নিকট যে সব চিঠিপত্র প্রদান করেছেন— উলামায়ে কেরাম এগুলিকে সংকলন করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তন্মধ্যে কতিপয় জামে কালাম হুজুর পাক (ﷺ) এর অবয়ব পূর্ণতা ও সৌন্দর্য রূপায়ণের অন্তর্ভুক্ত। মনে করা হয়, সমস্ত বাণী হুজুর পাক (ﷺ) এর জবান মোবারক থেকে নিঃসৃত।
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী]
© | সেনানী এপ্স |