সাগরের ঢেউয়ের দোলাতে
====================
সাগরের ঢেউয়ের দোলাতে
পাহাড়ের ঝর্ণা ধারাতে (২),
কত যে স্বপন সুষম
মহন, মহিমো, গোপন, গরিমায়
রেখেছ হৃদয় ভোলা তে (ঐ)
পাখিদের কুজন কাকুলি
সবুজের সোহাগ শ্যামলী (২)
গাহে যে তোমারি গান
ছড়িয়ে সুরেরি তান (২)
হৃদয়ের পাপড়ি খোলাতে (লাইটি ২ বার)(ঐ)
নীলীমার নিখুত নিলয়
পৃথিবীর বিপুল বিষয়
দিয়েছো শোভায় অপরান
হে মহান, হে মহিয়ান
বিহনের বিমল বাতাসে.....
অসীমের আকুল আভাসে(২)
দেখি যে তোমারি শান
হে খোদা, হে রহমান (২)
জীবনের হিসাব মিলাতে (২) (ঐ)
_____________________
© ইসলামী বিশ্বকোষ