আর্শ কী আকল দঙ্গ হ্যায় চরখ মে আসমান হ্যায়

[ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা (رحمة الله)]


                উচ্চারণ  


আর্শ কী আকল দঙ্গ হ্যায় চরখ মে আসমান হ্যায়, 

জানে মুরাদ আব কিধার হায়ে তেরা মকান হ্যায়ঁ॥ 


বযমে সনায়ে যুলফ মে মেরী আরুসে ফিকর কো, 

সারী বাহারে হাশত খুলদ ছােটা সা ইৎরদান হ্যায়॥ 


আরশ পেহ্ জাকে মুরগে আকল থক কে গিরা গশ আ গ্যায়া,

আউর আভী মনযিলাে পারে পেহলাহী আ-সতান হ্যায়॥ 


আরশ পেহ্ তাযাহ ছেড় ও ছাড় পরশ পেহ্ তুরফা ধুম ধাম,

কান জিধার লাগাইয়ে তেরী হী দাসতান হ্যায় ॥ 


ইক তেরে রুখ কী রুশনী চ্যাইন হ্যায় দো জাহান কী, 

ইনস কী উনস উসী সে হ্যায় জানকী উঅহী জান হ্যায় ॥ 


উঅহ্ জু না থে তু কুছ না থা,উঅহ জু না হোঁ তু কুছ নহো,

জান হ্যায়ঁ উঅহ জাহান কী জান হ্যায় তু জাহান হ্যায়॥ 


গােদ মে আলমে শাবাব হালে শাবাব কুছ না পু-ছ,

গুল বনে বাগে নূর কী আওর হী কুছ উঠান হ্যায়॥ 


তুঝ সা সিয়াহ্ কার কওন উনসা শফী হ্যায় কাহাঁ, 

ফির তুঝহী কো ভূল জায়ে দিল, ইয়ে তেরা গুমান হ্যায়॥ 


পেশে নযর উঅহ নও বাহার, সেজদে কো দিল হ্যায় বেকারার,

রােকিয়ে সর কো রােকিয়ে হাঁ ইয়েহী ইমতিহান হ্যায়॥ 


শানে খােদা না সাথ দে, উনকে খেরাম কা উঅহ বায, 

সিদরাহ্ সে তা মে জিসে নর্মসী ইক উড়ান হ্যায়॥ 


বারে জালাল উঠা লিয়া গরচে কলীজা শক্ব হুয়া, 

ইউঁ তু ইয়ে মাহে সবযা রঙ্গ নযরোঁ মে ধান পান হ্যায়॥ 


খাওফ না রাখ রেযা,তু তু হ্যায় আবদে মুস্তফা, 

তেরে লিয়ে আমান হ্যায় তেরে লিয়ে আমান হ্যায় ॥ 

 


            কাব্যানুবাদ  


লােপ পেয়ে যায় আরশের ও জ্ঞান ফিরছে ঘুরে সে আসমান,

সব উদ্দেশ্যের কোথায় সে জান,হায়রে কোথায়-সে উচুঁ স্থান ॥ 


কেশদামের গুণগানের মজলিস, দুলহানরূপ এই চিন্তায় হদিস,

আট বেহেশেতের এ বিশাল কানন, ছােট্ট সে এক আতরদান॥ 


আরশে গিয়ে জ্ঞানের পাখি, পড়ল লুটে, জ্ঞান রয়নি বাকী, 

আর ও কত মনযিল যে বাকী, এই নবীর পয়লা সােপান ॥ 


আরশে নতুন কী সে গুঞ্জন,এ ভুলােকেও কী আয়ােজন,

নবী তােমার চর্চাই শুনি, যে দিকে দেই মনের কান॥ 


জ্যোতি সে তব চেহারা পাকের,প্রশান্তি আনে দোজাহানের,

মানবের এ প্রেম সেখান হতেই তা' হতে সব প্রাণীরই প্রাণ॥ 


না ছিল কিছুই, ছিলেনা যখন,না হলে তুমি, নয় এ সৃজন,

প্রাণ তুমি তাে এ জাহানের, প্রাণ হলেই তাে হয় এ জাহান॥ 


কোলে ভরা যৌবনের ভূবন, মরি মরি এক অপূর্ব মন,

নূর বাগিচার সেই কিশলয় বেড়ে সে যায় ওই লা-মকান॥ 


আমার মত নেই পাপী ধরায় তাঁর মত দয়ালু কোথায়,

ভাবিস কেন সে যাবে ভুলেই,ভাবনা সে ভুল হে পাপীপ্রাণ ॥ 


নব বসন্ত সামনে হেরি, দিল পাগল কয় সিজদা করি,

রুখো,রুখাে শির একটু রুখাে আশেকের পরীক্ষা মহান॥ 


অপূর্ব!সে যায় উর্ধে একা,জিব্রাইলেরও নেই সে পাখা,

সিদরা থেকে এ যমীনে যাঁর সামান্যতম একটু উড়ান॥ 


কুদরতের সে তজল্লী ভার,বইলাে যদিও বুক ভাঙে তাঁর,

এমনিতে তাঁর নাজুক বদন,দেখতে সে চাঁদ জুড়ায় পরান ॥ 


ভয় কী রেযা হাশরে আর,গােলাম তুমি যে মােস্তফার,

নির্ভাবনায় থাক তুমি অভয়বাণী শুনলে ‘আমান’॥ 


________________________________

    ©  ইসলামী বিশ্বকোষ | সুন্নি-বিশ্বকোষ 

Top