ওগো মা ফাতেমা ছুটে আয়
(কাজী নজরুল ইসলাম)
ওগো মা ফাতেমা ছুটে আয়
তোর দুলালের বুকে হানে ছুরি।
দিনের শেষ বাতি নিভিয়া যায় মা গো
বুঝি আধার হল মদিনা-পুরী।।
কোথায় শেরে – খোদা, জুল্ফিকার কোথা
কবর ছেড়ে এস কারবালা যথা;
তোমার আউলাদ বিরান হল আজি,
নিখিল শোকে মরে ঝুরি।।
কোথা আখেরী নবী, চুমা খেতে তুমি
যে গলে হোসেনের
সহিছ কেমনে, সে গালে দুষমন
হানিছে শমসের।
রোজ – হাশরে না কি কওসারের পানি
পিয়াবে তোমার গো গুনাহগারেে আনি,
দেখ না কি চেয়ে দুধের ছেলে- মেয়ে
পানি বিহনে মরে পুড়ি।।
| ইসলামী বিশ্বকোষ |