ইমাম আহমদ বিন হাম্বল (রহ:), ইমাম হাকিম, ইমাম তাবরানি সহি সনদের সঙ্গে বর্ণনা করেন,
মারওয়ান দেখতে পেল এক ব্যক্তি হুজুর (ﷺ) -এঁর রওজা মোবারক জড়িয়ে ধরে তাতে মুখ ঘষতে ঘষতে কান্নাকাটি করছেন। মারওয়ান তাকে লক্ষ্য করে বলল,‘ওহে তুমি জান,তুমি কী করছ?’ ওই ব্যক্তি মুখ তুলে মারওয়ানের দিকে তাকালে মারওয়ান ঘাবড়ে গেল এবং দেখল তিঁনি হচ্ছেন রাসূলুল্লাহ (ﷺ)-এঁর বিশিষ্ট সাহাবি হজরত আবু আইয়ুব আনসারী (রাঃ)। হযরত আবু আইয়ুব আনসারী(রাঃ) তাকে উত্তরে বললেন, ‘তুমি কী দেখছ না আমি কাঁর কাছে এসেছি? আমি কোনো পাথরের নিকট আসিনি,আমি আমার প্রিয়তম নবী (ﷺ)-এঁর নিকট এসেছি, যিঁনি জীবিত আছেন এবং আঁমার কথা শুনতে পাচ্ছেন।’
এই হাদিসটি হাফেজ ইবনে কাসির ও তার তাফসিরে সহিহ সনদের সঙ্গে বর্ণনা করেছেন।

*****এবার হাদিসখানা দেখুন******
عن أبي داود بن أبي صالح قال : أقبل مروان يوما فوجد رجلا واضعا وجهه على القبر فقال : أتدري ما تصنع ؟ فأقبل عليه فإذا هو أبو أيوب فقال : نعم جئت رسول الله – صلى الله عليه وسلم – ولم آت الحجر
আবু দাউদ বিন আবী সালিহ থেকে বর্ণিত, একদা মারওয়ান জনৈক লোককে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকে মুখ লাগিয়ে পড়ে থাকতে দেখলেন। তিনি বললেন, তুমি কি জান, তুমি কী করছ? তিনি মুখ তোলে তাকালেন, দেখা গেল, তিনি হচ্ছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, “হাঁ,আমি এসেছি আল্লাহর রাসূলের কাছে, পাথরের কাছে আসিনি।”
*****দলিল****
*১.মুসনাদে ইমাম আহমাদঃ ২২৪৮২/২৩৯৮৩
*২.মাজমাউয যাওয়াইদঃ ৪র্থ খন্ড, কিতাবুল হাজ্জ
*৩.মুসতাদরাক লিল হাকিমঃ৮৫৭১ কিতাবুল ফিতানি ওয়াল মালাহিম। *৪.ওয়াফা উল ওয়াফাঃ৪/১৩৫৯
*৫.সুবুলুল হুদা ওয়ার রাশাদ আস সালিহী আশ শামী ১২ তম খন্ড পৃঃ নং ৩৯৮
*৬. রাফউল মানারাহ মাহমুদ সায়ীদ মামদূহ পৃ: নং ১৯০
*তিনি বলেন, হাদীসটির সনদ সহীহ। তারীখু মাদীনাতি দিমাশকঃ ৫৭/২৪৯, ইবনু আসাকির।
*ইমাম হাকিম বলেন, হাদীসটি সহীহ। আল মুসতাদরাক !
Top