বাতিল ফির্কা তথা খারেজীদের বৈশিষ্ট্যসমুহ
তাদের আবির্ভাব হবেঃ
১. “শেষ জামানায় মতানৈক্যের সময়।”
২. "মক্কার পূর্বদিক (নজদ) থেকে।”
৩. "তারা সুন্দর সুন্দর কথা বলবে, যা শুনে মানুষ আকৃষ্ট হবে।”
৪. "তাদের কথা হবে চিনি/মুধর চেয়েও সুমিষ্ট কিন্তু তাদের অন্তর হিংস্র বাঘের অনুরূপ।"
হযরত আবু হুরায়রা (রাঃ) সূত্রে-
৫. "কাজ হবে ফেরাউনের কাজের সাদৃশ্যপূর্ণ।"
৬. "ইবাদত ও দ্বীনচর্চায় অতিশয় মাত্রাতিরিক্ত করবে।”
৭. "ঘন ঘন মাথা ন্যাড়া করবে৷"
৮. "দাঁড়ি ঘন করে রাখবে। পায়জামা দৃষ্টিকটুভাবে উঁচু করে পরবে।”
৯. "তারা হবে অল্প বয়স্ক যুবক। বিবেক-বুদ্ধিতে অপরিপক্ক। তারা হবে চরম বাকপটু ও কট্টরপন্থী।"
১০. "কুরআন ও হাদীস থেকে নিজেদের বক্তব্য উপস্থাপন করবে।"
১১. “তাদের সম্মুখে তােমাদের নামাজ, রোজা, কুরআন তেলাওয়াতকে তুচ্ছ মনে করবে।”
১২. “তাদের ধারণা সম্পূর্ণ কুরআন তাদেরই পক্ষে অথচ বাস্তবে তাদের বিপক্ষে।”
১৩. “কুরআনের দিকে দাওয়াত দিবে অথচ কুরআনের বিন্দু পরিমাণ (জ্ঞান-আদর্শ) তাদের থাকবে না৷"
১৪. "ঈমানের কথা বলবে অথচ ঈমানের লেশ মাত্র থাকবে না।"
১৫. "তাদের ঈমান, মুখ নিঃসৃত সত্যের বাণী, সালাত, কুরআন তেলাওয়াত (এসব) তাদের গলদেশের নিচে (ক্বলবে) পৌঁছাবে না।”
১৬. “তারা দ্বীন থেকে এমনভাবে বহিষ্কৃত হবে যেমন তীর ধনুক/শিকার থেকে বেরিয়ে যায়।"
১৭. "সমগ্র সৃষ্টিজগতের মাঝে সর্বনিকৃষ্ট লােক।”
১৮. "জাহান্নামের কুকুর।"
১৯. “এদের সর্বশেষ দাজ্জালের সাথে মিলিত হবে।”
২০. “কাফেরদের উদ্দেশ্যে নাযিল হওয়া আয়াতগুলােকে, মুসলমানদের উপর চাপিয়ে দেবে।”
২১. “তারা মুসলমানদের মুশরিক বলে হত্যা করবে আর মুর্তিপূজারকদের ছেড়ে দেবে।”
১. “শেষ জামানায় মতানৈক্যের সময়।”
- বুখারী : আস্ সহীহ, কিতাবুল মানাকিব, বাবু আলামাতি নবুয়তি ফীল ইসলাম, ৩/১৩২১, হাদিস : ৩৪১৪।
- মুসলিম: আস্ সহীহ, কিতাবু যাকাত, বাবুত তাহরিদ্বী আলা কতলিল খাওয়ারিজ, ২/৭৪৪, হাদিস ১০৬৪।
- সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৭৬৯।
২. "মক্কার পূর্বদিক (নজদ) থেকে।”
- বুখারী : আস্ সহীহ, কিতাবুল তাওহীদ, বাবুল কিরআতিল ফজরি ওয়াল মুনাফিক... ৬/২৭৪৮, হাদিস : ৭১২৩।
৩. "তারা সুন্দর সুন্দর কথা বলবে, যা শুনে মানুষ আকৃষ্ট হবে।”
- বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস ১০৬৬।
- তাবারানী : আল মুজামুল আওসাত, ৬/১৮৬, হাদিস : ৬১৪২।
৪. "তাদের কথা হবে চিনি/মুধর চেয়েও সুমিষ্ট কিন্তু তাদের অন্তর হিংস্র বাঘের অনুরূপ।"
হযরত আবু হুরায়রা (রাঃ) সূত্রে-
- তিরমিযী : আস-সুনান, কিতাবুয যুহুদ, (৩৭) ৩৬ ৪/৬০৪, হাদিস : ২৪০৪, ২৪০৫
- ইবনে আবু শায়বাহ : আল-মুসান্নাফ, ৭/২৩৫, হাদিস : ৩৫৬২৪ ৯
- বায়হাকী : অবুিল ঈমান, ৫/৩৬২, হাদিস : ৬৯৫৬৩
- তাবরানী : আল-মু'জামুল আওসাত, ৮/৩৭৯
- ইবনুল মুবারক : কিতাবুয যুহুদ, ১/১৭, হাদিস : ৫০
- দায়লমী : আল-ফেরদৌস বি মা’সুরিল খিতাব, ৫/৫১০, হাদিস : ৮৯১৯
- মুনযিরী আত-তারগীব ওয়াত তারহীব, ১/৩২, হাদিস : ৪১
- ইবনে হান্নাদ : কিতাবুয যুহুদ, ২/৪৩৭, হাদিস : ৮৬০
৫. "কাজ হবে ফেরাউনের কাজের সাদৃশ্যপূর্ণ।"
- ইবনে মাজাহ শরীফ
৬. "ইবাদত ও দ্বীনচর্চায় অতিশয় মাত্রাতিরিক্ত করবে।”
- আবু ইয়ালা : আল মুসনাদ, ১/৯০, হাদিস : ৯০।
- আবদুর রাযযাক : আল মুসান্নাফ,১০/১৫৫, ১৮৬৭৩।
৭. "ঘন ঘন মাথা ন্যাড়া করবে৷"
- সহীহ বোখারীঃ খন্ড-২ : পৃ- ৬২৪।
৮. "দাঁড়ি ঘন করে রাখবে। পায়জামা দৃষ্টিকটুভাবে উঁচু করে পরবে।”
- বুখারী : আস্ সহীহ, ৪/১৫৮১, হাদিস : ৪০৯৪।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪২, হাদিস ১০৬৪।
৯. "তারা হবে অল্প বয়স্ক যুবক। বিবেক-বুদ্ধিতে অপরিপক্ক। তারা হবে চরম বাকপটু ও কট্টরপন্থী।"
- বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬।
- আহমদ ইবনে হাম্বল : আল মুসনাদ, ৫/৩৬, ৪৪।
- হাকেম : আল মুসতাদরাক, হাদিস : ২৬৪৫।
- ইবনে আবী আসেম : আস সুন্নাহ, ২/৪৫৬, হাদিস : ৯৩৭|
- আবদুল্লাহ ইবনে আহমদ : আস সুন্নাহ, ২/৬৩৭, হাদিস : ১৫১৯
- বায়হাকী : আল সুনানুল কুবরা, ৮/১৮৭।
১০. "কুরআন ও হাদীস থেকে নিজেদের বক্তব্য উপস্থাপন করবে।"
- সহীহ আল বুখারী, হাদীস নং-৩৪১৫
১১. “তাদের সম্মুখে তােমাদের নামাজ, রোজা, কুরআন তেলাওয়াতকে তুচ্ছ মনে করবে।”
- বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস ১০৬৬।
১২. “তাদের ধারণা সম্পূর্ণ কুরআন তাদেরই পক্ষে অথচ বাস্তবে তাদের বিপক্ষে।”
- মুসলিম : আস্ সহীহ, কিতাবুয যাকাত, বাবু তাহরিদ্বী আলা কতলিল খাওয়ারিজ, ২/৭৪৮, হাদিস : ১০৬৬।
১৩. “কুরআনের দিকে দাওয়াত দিবে অথচ কুরআনের বিন্দু পরিমাণ (জ্ঞান-আদর্শ) তাদের থাকবে না৷"
- আবূ দাউদ : আস সুনান, কিতাবুস সুন্নাহ, বাবু ফী কতলিল খাওয়ারিজ, ৪/২৪৩, হাদিস : ৪৭৬৫।
১৪. "ঈমানের কথা বলবে অথচ ঈমানের লেশ মাত্র থাকবে না।"
- সহীহ আল বুখারী, হাদীস নং-৩৪১৫
১৫. "তাদের ঈমান, মুখ নিঃসৃত সত্যের বাণী, সালাত, কুরআন তেলাওয়াত (এসব) তাদের গলদেশের নিচে (ক্বলবে) পৌঁছাবে না।”
- বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬।
- আহমদ ইবনে হাম্বল : আল মুসনাদ, ৫/৩৬, ৪৪।
- হাকেম : আল মুসতাদরাক, হাদিস : ২৬৪৫।
- ইবনে আবী আসেম : আস সুন্নাহ, ২/৪৫৬, হাদিস : ৯৩৭|
- আবদুল্লাহ ইবনে আহমদ : আস সুন্নাহ, ২/৬৩৭, হাদিস : ১৫১৯
- বায়হাকী : আল সুনানুল কুবরা, ৮/১৮৭।
১৬. “তারা দ্বীন থেকে এমনভাবে বহিষ্কৃত হবে যেমন তীর ধনুক/শিকার থেকে বেরিয়ে যায়।"
- বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬।
১৭. "সমগ্র সৃষ্টিজগতের মাঝে সর্বনিকৃষ্ট লােক।”
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৫০, হাদিস : ১০৬৭।
১৮. "জাহান্নামের কুকুর।"
- তিরমিযী : আস্ সুনান, কিতাবু তাফসীরিল কুরআন, বাবু মিন সুরাতি আলে ইমরান, ৫/২২৬, হাদিস ৩০০০।
১৯. “এদের সর্বশেষ দাজ্জালের সাথে মিলিত হবে।”
- নাসায়ী : আস্ সুনান, কিতাবু তাহরীমি দম, বাবু মান শাহারা সাইফাহু সুম্মা... ৭/১১৯, হাদিস : ৪১০৩।
২০. “কাফেরদের উদ্দেশ্যে নাযিল হওয়া আয়াতগুলােকে, মুসলমানদের উপর চাপিয়ে দেবে।”
- বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯।
২১. “তারা মুসলমানদের মুশরিক বলে হত্যা করবে আর মুর্তিপূজারকদের ছেড়ে দেবে।”
হযরত ইবনে উমর (রাঃ) সূত্রে-
খারেজীদের লক্ষণসমূহের সামগ্রিক প্রতিচ্ছবিঃ
===============
17. আবূ দাউদ : আস্ সুনান, কিতাবুস সুন্নাহ, বাবু ফী কতলিল খাওয়ারিজ, ৪/২৪৩, হাদিস : ৪৭৬৫।
21 . মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬;
22. হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) সূত্রে।
[হাকেম : আল মুসতাদরাকঃ ২/১৬৬, হাদিস : ২৬৫৭।]
- তাফসীরে ইবনে কাসীর, সুরা- আ’রাফ, আয়াত নং- ১৭৫।
- বুখারী : আস্ সহীহ, কিতাবুত তাওহীদ, বাবু কাওলিল্লাহি তাআলা: তুয়াররিজুল মালায়িকাতি, ৬/২৭০২, হাদিস : ৬৯৯৫।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪১, হাদিস ১০৬৪।
- সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৭৬৬
খারেজীদের লক্ষণসমূহের সামগ্রিক প্রতিচ্ছবিঃ
===============
17. আবূ দাউদ : আস্ সুনান, কিতাবুস সুন্নাহ, বাবু ফী কতলিল খাওয়ারিজ, ৪/২৪৩, হাদিস : ৪৭৬৫।
21 . মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬;
22. হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) সূত্রে।
[হাকেম : আল মুসতাদরাকঃ ২/১৬৬, হাদিস : ২৬৫৭।]