হজরত ইউসুফ (عليه السلام) ও নবী পাক (ﷺ)


হজরত ইউসুফ (عليه السلام) কে সৌন্দর্যের অর্ধাংশ আর আমাদের নবী সাইয়্যেদে আলম (ﷺ) কে সৌন্দর্যের পুরো অংশ প্রদান করা হয়েছে। নবী করীম (ﷺ) এর হুলিয়া মোবারক সম্পর্কিত বর্ণনাদৃষ্টে একথাই প্রতীয়মান হয়। তাঁর মতো পরিপুর্ণ রূপ ও সৌন্দর্যের অধিকারী কেউই নন। হবেনও না। তবে হজরত ইউসুফ (عليه السلام) এর সৌন্দর্য সম্পর্কে চিন্তা করলে দেখা যাবে, সৌন্দর্যের চোখ ধাঁধানো চাকচিক্য তাঁর চেহারায় ছিলো। কিন্তু রসুলেপাক (ﷺ) এর সর্বাঙ্গে এমন এক মনোহর বিভা বিস্তৃত ছিলো, যা আর কারও মধ্যে ছিলো না।


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)] 




© | সেনানী এপ্স |

Top