ললাট মুবারক
হুজুর আকরাম (ﷺ) এর ললাট মোবারকের তারিফ ও সিফাত বর্ণনা সম্পর্কে সাইয়েদুনা হযরত আলী (رضي الله عنه) বলেছেন, তিনি প্রশস্ত ললাটের অধিকারী ছিলেন। অন্য বর্ণনায় উপরোক্ত কথাগুলো এসেছে।
এক হাদীসে এসেছে واسع الجبين 'ওয়াসিউল জাবীন'। আবার পাওয়া যায় واسع الجبهه 'ওয়াসিউল জাবহাতে'। ইসবগুলের একই অর্থ ‘প্রশস্ত ললাট। চেহারা মোবারকের প্রশংসায় হযরত কা'ব ইবনে মালেক (رضي الله عنه) থেকে বর্ণনা এসেছে, নবী করীম (ﷺ) এর পেশানী মুবারকে যখন ভাজ পড়তাে, তখন মনে হতাে যেনাে একটুকরাে চন্দ্র। সীরাত বিশেষজ্ঞগণ বর্ণনা করেন, হুজুর (ﷺ) এর পেশানী মুবারক থেকে সৌভাগ্য এবং নূরানিয়াত উপচে পড়ে। গোপন লিপির (ভাগ্যের) আধার হচ্ছে কপাল উপরোক্ত সত্যটির তাৎপর্য প্রতিফলিত হতাে খানায়ে কাবার দরজায়। যখন তিনি তার কপাল মুবারক খানায়ে কাবার দরজায় স্থাপন করেন এবং ঘষতেন এমন সৌভাগ্য ও খােশনসীবির আলামত সমুজ্জ্বল হয়ে পেশানী মুবারকে ফুটে উঠতাে।
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী]
© | সেনানী এপ্স |