"দাস্তে কাদেরী দামান"
[লেখক :: আরিফ ওয়াকিজ]
১১ রবিউস সানী হযরত শাইখ আব্দুর কাদের জিলানী রাঃ ওফাত দিবস,
আজি আবার আসিলো ঘুরে
প্রেমের দ্বিতীয় বসন্ত,
নবিন হয়ে উঠলো জেগে
হৃদয় মোর ঘুমন্ত।
নির্ভয় করে দিলো আসিয়া
সত সাহসের বানি,
খোদা মোর মালিক তিনি
দিলেন ক্ষমতা খানি।
রবের সকল বন্ধুু মিত্র
দিলেন গর্দান ঠেলে,
খোদার প্রিয়ো হয়বো তাতে
আপনার চরণ দিলে।
ফাসেকের দল আসিলে ধারে
আবদাল বনে যায়,
হার মসিবত তাহার নামে
পরিত্রাণ মিলে যায়।
কোথায় ওরে পাপী মুজরিম
কোথায় অভাগার দল,
নিমেষে শেফা সকল বেমার
ইয়া সামদানি বল।
গেয়ারবী ওয়ালা পীর আমার
গাউছে আজম দস্তগীর,
শাহে জিলান কুতুবে কুল
মাওলা রৌশান জমির।
ধর দামানে কাদেরীর চাদর
কাদেরী কাদেরী বল,
কাদেরী জিবন কাদেরী মরন
কাদেরী মুক্তির ফল।
খোদা বড় দয়া তোমার
তুমি বড় মেহেরবান,
ওয়াকিজ পায়লো মহা পবিত্র
দাস্তে কাদেরী দামান।