পবিত্র বক্ষ


হুজুর আকরাম (ﷺ) এর বক্ষ মোবারক প্রশস্ত এবং দর্শনীয় ছিল। এই যে বর্ণনা—

এটা হুজুর আকরাম (ﷺ) এর বাহ্যিক দৈহিক কাঠামো বর্ণনার অন্তর্ভূত। তাই এরূপ বর্ণনা এসেছে। অন্যথায় তাঁর অভ্যন্তরীণ যে হৃদয় তার বর্ণনা তাে পবিত্র কালামে এরকম প্রদান করা হয়েছে— আলাম নাশরাহ লাকা সাদরাকা— হে আমার বন্ধু! আমি কি তোমার বক্ষ সম্প্রসারিত করিনি। তার মাকাম যে অনেক উর্ধ্বে সে দিকেই ইশারা করা হয়েছে এই আয়াতে কারীমায়। কেননা এহেন উচ্চ মাকামের পূর্ণতা কেবল তার মহান ব্যক্তিত্বের জন্য নির্ধারিত।


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী] 

© | সেনানী এপ্স |

Top