অসুস্থতার ফযীলত প্রিয় নবীর (ﷺ) এর ৫টি বাণী।
১)নিঃসন্দেহে আল্লাহ্ তা'আলা তাঁর বান্দাকে অসুস্থতার মাঝে লিপ্ত রাখেন, যতক্ষণ তার সমস্ত গুনাহ মোছন করে দেওয়া না হয়
(আল মুসতাদরাক, ১ম খন্ড, ৬৬৯ পৃষ্ঠা, হাদীস- ১৩২৬)
২) যখন মু'মিন অসুস্থ হয়, তখন আল্লাহ্ তা'আলা তাকে গুনাহ থেকে এভাবে পবিএ করেন, যেভাবে বাট্রি লোহা থেকে মরিচা পরিষ্কার করে থাকে।
(আততারগীব ওয়াততারহীব, ৪র্থ খন্ড, ১৪৬ পৃষ্ঠা, হাদীস-৪২)
৩)যখন আল্লাহ তা'আলা কোন মুসলমানকে শারীরিক কষ্টে লিপ্ত রাখেন, তখন ফিরিশতাকে বলেন যে (সব) নেক আমল সে সুস্হ থাকাবস্হায় করতো তা এখন তার জন্য লিখে দাও। অতঃপর যদি আল্লাহ তা'আলা তাকে সুস্হতা দান করেন, তখন তার (গুনাহ্) মুছে যায় এবং সে পবিএ হয়ে যায়। আর যদি তার মৃিত্যু এসে যায়, তবে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তার উপর দয়া করা হয়।
(মুসনদে ইমাম আহমদ বিন হাম্বল,৪র্থ খন্ড, ২৯৭পৃষ্ঠা, হাদীস-১২৫০৫)
৪) রোগীর গুনাহ এভাবে ঝরে, যেভাবে গাছের পাতা ঝরে।
(আততারগীব ওয়াততারহীব, ৪র্থ খন্ড, ১৪৮পৃষ্ঠা, হাদীস-৫৬)
৫)আল্লাহ তা'আলা ইরশাদ করেন: যখন আমি আমার কোন বান্দার চোখ (চোঁখের জ্যোতি) নিয়ে নিই, অতঃপর সে তাতে ধৈর্যধারণ করে, তবে চোঁখের পরিবর্তে তাকে জান্নাত প্রদান করবো।
(বুখারী, ৪র্থ খন্ড, ৬পৃষ্ঠা, হাদীস-৫৬৫৩)
صلو على الحبيب
صلى اللّه تعالى على محمد ﷺ