পবিত্র বগল
হুজুর আকরাম (ﷺ) এর বগল শরীফ তার সমগ্র দেহ মোবারকের ন্যায় শুভ্র ছিলাে। আল্লামা তিবরী (رحمة الله) বলেন, এ বৈশিষ্ট্যটি কেবল হুজুর আকরম (ﷺ) এর জন্য নির্ধারিত। তিনি ব্যতীত অন্য সকল মানুষের বগলের বর্ণ ভিন্ন যার মধ্যে কালো বর্ণ বিদ্যমান। আল্লামা কুরতুবী (رحمة الله) এর বর্ণনায় এর চেয়েও একটু আলাদা অবস্থা পাওয়া যায়। তিনি বলেন, হুজুর পাক (ﷺ) এর বগল মুবারক পশমহীন ছিলাে। তবে এ সম্পর্কে কেউ কেউ আবার ভিন্নমত পোষণ করে বলেন, এটা কোন প্রমাণ নেই। কেননা ত্বকের শুভ্রতায় এটা প্রমাণিত হয় না যে, সেখানে পশম থাকবে না। আবার কোন কোন হাদীসে এরূপ বর্ণনা এসেছে, তিনি বগল মোবারক এর পশম তুলে ফেলেন। আল্লাহ পাক অধিক জ্ঞাত।
কোন কোন হাদিসে বর্ণিত হয়েছে عفرابطيه ‘আফারুইবতাইহে'। اعفر'আফার’ বলা হয় শুভ্র বর্ণকে। হারভীও এরকম বলেছেন। সাররাহ নামক কিতাবে ‘আফার' এর অর্থ করা হয়েছে আ'ফার। অর্থাৎ লাল ও সাদা বর্ণের মিশ্রণ যাতে রক্তিমাভার প্রাধান্য থাকে।
জনৈক সাহাবী বর্ণনা করেন, একদা হুজুর পাক (ﷺ) আমাকে বগলের সাথে মিশিয়ে আলিঙ্গনাবদ্ধ করলেন। তখন আমি অনুভব করলাম যে, তার বগল মুবারক থেকে মেশকের সুঘ্রাণ বের হচ্ছে।
🔴পিঠ মুবারক🔴
হুজুর পাক (ﷺ) এর পৃষ্ঠদেশে বিগলিত রৌপ্যের ন্যায় ছিলো। অর্থাৎ পাক, সাফ, শুভ্র ও সমান ছিলাে।
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী]
© | সেনানী এপ্স |