জামে দোয়া


হজরত সাআদ ইবনে আবী ওয়াক্কাস (رضي الله عنه) এর হাদীছে আছে, রসুলেপাক (ﷺ) এরশাদ করেছেন, আমি এমন একটি কলেমা (দোয়া) জানি, বিপদগ্রস্ত ব্যক্তি সেই দোয়া পাঠ করলে আল্লাহ্তায়ালা অবশ্যই এর বদৌলতে তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। দোয়াটি আমার ভাই ইউনুস অন্ধকার উদরে পাঠ করেছিলেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জলিমিন।


তিরমিযী  শরীফে আছে,  রসুলেপাক (ﷺ)  এরশাদ করেছেন, এই  দোয়া পাঠ করলে অবশ্যই  আল্লাহ তায়ালা মনোবাঞ্ছা  পূর্ণ করবেন। এ সম্পর্কে  আরেকটি দোয়ার কথাও হাদীছ শরীফে এসেছে। তা হচ্ছে


اَﺳْﺌَﻠُﻚَ ﺗَﻤَﺎمُ اﻟْﻌَﺎﻓِﯿَﺔِ وَاَﺳْﺌَﻠُﻚَ دَامَ اﻟْﻌَﺎﻓِﯿَﺔِ وَاَﺳْﺌَﻠُﻚَ اﻟﺸﱡﻜْﺮَ ﻋَﻠَﻲ

اﻟْﻌَﺎﻓِﯿَﺔِ وَاَﺳْﺌَﻠُﻚَ اﻟْﻐَﻨِﻲْ ﻋَﻦِ اﻟﻨﱠﺎسِ    وَﻟَﺎ ﺣَﻮْﻟَﺎ وَﻟَﺎ ﻗُﻮﱠةَ اِﻻﱠ ﺑِﺎﷲِ

اﻟْﻌَﻠِﻲﱢ اﻟْﻌَﻈِﯿْﻢِ –


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)] 





© | সেনানী এপ্স |

Top