নে'মাতেঁ বাঁটতা জিস সমতে ওয়া যীশান

[ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা (رحمة الله)]


উচ্চারণ 


নে'মাতেঁ বাঁটতা জিস সমতে ওয়া যীশান গ্যয়া, 

সাথ হী মুন্সীয়ে রহমত কা কলমদান গ্যয়া৷ 


লে খবর জলদী কেহ্ গাউরোঁ কী তরফ ধ্যান গ্যয়া, 

মেরে মাওলা, মেরে আক্বা তেরে কুরবান গ্যয়া ॥ 


আহ্ উঅহ আখঁ কেহ্ না-কামে তামান্না হী রহী 

হায় উঅহ দিল জু তেরে দর সে পুর আরমান গ্যয়া ॥ 


দিল হ্যায় উঅহ্ দিল জু তেরে ইয়াদসে মা'মূর রাহা,

সর হ্যায় উঅহ সর জু তেরে ক্বাদমোঁ পেহ্ কুরবান গ্যয়া ॥ 


উনহেঁ জানা উনহেঁ মানা না রাখা গাইর সে কাম, 

লিল্লাহিল হামদ, ম্যাঁয় দুনইয়া সে মুসলমান গ্যয়া ॥ 


আওর তুমপর মেরে আক্বা কী ইনায়াত না সাহী, 

নজদিউ, কলমা পড়হানে কা ভী ইহসান গ্যয়া ॥ 


আজ লে উনকী পানাহ্ আজ মদদ মাঙ্গ উনসে, 

ফির না মানেঙ্গে কিয়ামত মে আগর মান গ্যয়া ॥ 


উফ রে মূনকির ইয়ে বড়হা জোশে তাআসসুব আখের, 

ভীড় মে হাথ সে কমবখত কে ঈমান গ্যয়৷ 


জান ও দিল, হােশ ও খিরাদ সব তাে মদীনা পৌঁহচে, 

তুম নেহী চলতে রেযা সারা তাে সামান গ্যয়া৷ 



কাব্যানুবাদ 


নেয়ামতের বন্টন হয়, সেই শানওয়ালা যেথা যান, 

রহমতের লিপিকর তাঁর সহচর হয়ে সাথে যান ॥ 


ত্বরা নাও, নাও গাে খবর, ঘুরে না যায় অন্তর, 

মালিক আমার, হে মুনিব, পূত চরণে তব দেই জান ॥ 


পিপাসার্ত আজি এই দু’আঁখি রয়ে যায় আশা শুধু বাকী, 

সে তাে সার্থক হৃদয় এদ্বারে যার পুরে আরমান ॥ 


জানি সেটাই তাে হৃদয়, যাতে শুধু তােমারই নিলয়, 

জানি সেই শিরই সফল, যা ও চরণে হয় কুরবান ॥ 


জেনেছি মেনেছি তাকে, ফের চাই অপর কাকে, 

শােকর আল্লাহর আমি চলেছি মুমিন প্রাণ ॥ 


মালিকের সেই বখশিস, পেলনা তােদেরই হদিস 

নজদীরা! কলেমা পাওয়ার ভুলেছিস সেও অবদান । 


আজই নে তার আশ্রয়, নেরে নে ঠাঁই তাঁর নির্ভয়, 

হাশরে মানতে হবেই, তাই মেনে নে, মান আজই মান ॥ 


হায়রে অবাধ্যরে হায়, জেদে জেদে জীবন তোরই যায়, 

অভাগার দলে ভিড়ে খােয়ালি শেষে ঈমান ॥ 


মন ও প্রাণ হুঁশ ও ধ্যানে, সবই তাে মদিনা পানে, 

তুমি গেলে না রেযা, সব কিছুই আজ আগােয়ান । 


________________________________

    ©  ইসলামী বিশ্বকোষ | সুন্নি-বিশ্বকোষ 


Top