শামায়েলে তিরমিজি


১৩.নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন   


📌পরিচ্ছেদঃ

নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন


৭৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ الْبَغْدَادِيُّ ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالا : أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ ، قَالَ : حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلالٍ ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ ، عَنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ ، عَنِ أَبِيهِ ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ " يَلْبَسُ خَاتَمَهُ فِي يَمِينِهِ "


আলী ইবনে আবু তালেব (رضي الله عنه) থেকে বর্ণিতঃ


নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন।[১]


[১] আবু দাউদ, হাদিস/৪২২৮; সুনানে নাসাঈ, হাদিস/৫২০৩; সুনানে কুবরা লিন নাসাঈ, হাদিস/৯৪৫৮ ইবনে হিব্বান, হাদিস/৫৫০১।

হাদিসের মানঃ সহিহ হাদিস

 

📌পরিচ্ছেদঃ

সাহাবীগণও তাঁর অনুসরণে ডান হাতে আংটি পরিধান করতেন


৭৬

حَدَّثَنَا حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، قَالَ : حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ ، قَالَ : رَأَيْتُ ابْنَ أَبِي رَافِعٍ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ , فَقَالَ : رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ : " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ " .


হাম্মাদ ইবনে সালামা (رحمة الله) থেকে বর্ণিতঃ


বর্ণিত। তিনি বলেন, আমি আবু রাফি'কে ডান হাতে আংটি পরিধান করতে দেখে কারণ জিজ্ঞেস করলাম। জবাবে তিনি বললেন, আমি আবদুল্লাহ ইবনে জাফরকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছি। আর আবদুল্লাহ ইবনে জাফর (رضي الله عنه) বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছেন। [৭৮]


[৭৮] মুসনাদে আহমাদ, হাদিস/১৭৪৬; শারহুসঃ সুন্নাহ, হাদিস/৩১৪২।

হাদিসের মানঃ সহিহ হাদিস

 

৭৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ ، قَالَ : حَدَّثَنَا جَرِيرٌ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، عَنِ الصَّلْتِ بْنِ عَبْدِ اللَّهِ ، قَالَ : كَانَ ابْنُ عَبَّاسٍ ، يَتَخَتَّمُ فِي يَمِينِهِ , وَلا إِخَالُهُ إِلا قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " يَتَخَتَّمُ فِي يَمِينِهِ " .


সালত ইবনে আবদুল্লাহ (رحمة الله) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, ইবনে আব্বাস (رضي الله عنه) তার ডান হাতে আংটি পরিধান করতেন। আমার যতদূর মনে পড়ে তিনি শুধু বলেছিলেন, রাসূলুল্লাহ (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন।


হাদিসের মানঃ সহিহ হাদিস

 

📌পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ (ﷺ) এর আংটির পাথরটি হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখতেন


৭৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ، قَالَ : حَدَّثَنَا سُفْيان ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ : " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ ، وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي كَفَّهُ ، وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ، وَنَهَى أَنْ يَنْقُشَ أَحَدٌ عَلَيْهِ " وَهُوَ الَّذِي سَقَطَ مِنْ مُعَيْقِيبٍ فِي بِئْرِ أَرِيسٍ .


ইবনে উমার (رضي الله عنه) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি রৌপ্যের আংটি তৈরি করান, যার পাথর স্থাপিত দিকটি তার হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখেন। এ আংটিতে তিনি ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ অংকিত করান। তবে অন্য কাউকে তা অংকিত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ঐ আংটিটি মু’আয়কীবের হাত থেকে আরীস কূপে পড়ে যায়। [৭৯]


[৭৯] সহীহ মুসলিম, হাদিস/৫৫৯৮; মুস্তাখরাজে আবু আওয়ানা, হাদিস/৬৯৮৬; শারহুস সুন্নাহ, হাদিস/১৩৩৩; মুসনাদে হুমায়দী, হাদিস/৭০৯

হাদিসের মানঃ সহিহ হাদিস

 

📌পরিচ্ছেদঃ

হাসান ও হুসাইন (رضي الله عنه) বাম হাতে আংটি পরিধান করতেন


৭৯

حَدَّثَنَا حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : كَانَ الْحَسَنُ ، وَالْحُسَيْنُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا " يَتَخَتَّمَانِ فِي يَسَارِهِمَا " .


জাফর ইবনে মুহাম্মাদ (رحمة الله) থেকে বর্ণিতঃ


তিনি তার পিতার হতে বর্ণনা করেন যে, হাসান ও হুসাইন (رضي الله عنه) বাম হাতে আংটি পরিধান করতেন। [৮০]


[৮০] মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস/২৫৬৭৩; শারহুস সুন্নাহ, হাদিস/৩১৪৭।

হাদিসের মানঃ সহিহ হাদিস

 

📌পরিচ্ছেদঃ

স্বর্ণের আংটি ব্যবহার করা যাবে না


৮০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْمُحَارِبِيُّ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ ، فَكَانَ يَلْبَسُهُ فِي يَمِينِهِ ، فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ مِنْ ذَهَبٍ فَطَرَحَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَقَالَ : " لا أَلْبَسُهُ أَبدًا " فَطَرَحَ النَّاسُ خَوَاتِيمَهُمْ .


ইবনে উমার (رضي الله عنه) থেকে বর্ণিতঃ


তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি স্বর্ণের আংটি তৈরি করান। তিনি তা ডান হাতে পরিধান করতেন। সাহাবায়ে কেরাম (رضي الله عنه)ও তার দেখাদেখি স্বর্ণের আংটি তৈরি করান। এক পর্যায়ে তিনি স্বর্ণের আংটিটি খুলে ফেলেন এবং বলেন, আমি কখনো তা পরিধান করব না। অতঃপর সাহাবায়ে কেরাম (رضي الله عنه)ও তাদের আংটি খুলে ফেলেন। [৮১]


ব্যাখ্যা - ইসলামের প্রাথমিক যুগে স্বর্ণের ব্যবহার বৈধ ছিল। এজন্য রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে স্বর্ণের আংটি তৈরি করান এবং পরিধান করেন। অতঃপর সাহাবীগণও তার অনুসরণে স্বর্ণের আংটি তৈরি করান। যখন স্বর্ণের ব্যবহার পুরুষের জন্য নিষিদ্ধ হয়, রাসূলুল্লাহ (ﷺ) তখন সে আংটিটি খুলে ফেলেন এবং সাহাৰীগণও খুলে ফেলেন।


[৮১] শারহুস সুন্নাহ, সহাদিস/৩১২৯।

হাদিসের মানঃ সহিহ হাদিস

Top