হজরত আবু আইয়্যুব আনসারী (رضي الله عنه) এর হাদীছ


হজরত আবু আইয়্যুব আনসারীর হাদীছে এসেছে, একবার তিনি রসুলেপাক (ﷺ) এবং হজরত আবু বকর সিদ্দীক (رضي الله عنه), এ দুজনের জন্য যথেষ্ট হয়- এই পরিমাণ খাবার প্রস্তুত করলেন। রসুলেপাক (ﷺ) আবু আইয়্যূব আনসারী (رضي الله عنه) কে বললেন, আনসারদের সম্মানিত ত্রিশজন লোককে ডেকে আনো। তিনি তাঁদেরকে ডেকে আনলেন। রসুলেপাক (ﷺ) তাদেরকে খানা খাওয়ালেন। কিন্তু খানা তার পরেও অবশিষ্ট রইলো। পরে সত্তরজন আনসারকে ডেকে এনে খানা খাওয়ানো হলো। তারপরও খানা অবশিষ্ট রইলো। এ সকল লোকদের মধ্যে এমন একজন লোকও ছিলো না, যারা খানা খাওয়ার পর ইসলাম গ্রহণ করে রসুলেপাক (ﷺ) এর হাতে বায়াত হননি। হজরত আবু আইয়্যুব আনসারী (رضي الله عنه) বলেন, আমার খানা সেদিন একশ’ আশি জন খেয়েছিলো। 


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)] 





© | সেনানী এপ্স |

Top