"হে মানব তুমি"
[লেখক :: আরিফ ওয়াকিজ]

হে মানব তুমি নিজেকে চিনো
তুমি জড়বস্তু পাথর নও,
হে মানব তুমি তুলনা মহান
পয়গম্বর নিজেরে না কও।

হে মানব তুমি ফানুস তো নও
এমনিতেই উড়িয়া যাইবে,
তুমি তো মাটি তবে পুতুল নও
পড়িলেই ভাঙ্গিয়া যাইবে।

হে মানব তুমি রহমানকে চিনো
যার দয়ায় তুমি বলিয়ান,
যার দানে ধনী হলে তুমি
যার শক্তিতে তুমি চলমান।

হে মানব তুমি দুনিয়ার তরে
করিও না নিজেরে বিলীন,
তোমার কাছে আছে অশেষ
তোমার আপন প্রভুর ঋন।

হে মানব তুমি সিদ্দীকের সত্য
ওমরের ন্যায় বিচার,
তুমি ওসমানী লজ্জা ও ধন
সেই হায়দারের তলোওয়ার।

হে মানব তুমি অতুল্য ক্ষমা
হাসানের মহা উদারতা,
অন্যায়ের দিকে নত নাহি হয়
সেই হুসাইনী দৃঢ়তা।

হে মানব তুমি আবু হানিফা
মহা জ্ঞানের বাহাদুর,
তোমার হতে রহিয়াছে কেনো
আব্দুল কাদির আজি দূর।

হে মানব তুমি সৃষ্টি মহান
স্রষ্টার সৃষ্টিকুল জুড়ে,
তবুও তোমায় রাখিবে মরিলে
মাটিতে কবর খুড়ে।

হে মানব তুমি আবার আসো
মদিনার পরিচয় নিয়ে,
খালিদ আইয়ুবী আলফেসানী রেজাঁ
আসিবে তোমার হয়ে।

হে মানব তুমি নিজেকে চিনো
তবে হইবে তুমি শ্রেষ্ঠ,
ওয়াকিজ যাহা বলিয়াছে মম
কাব্য নয় ইহা কেবল কষ্ট।
Top