ছায়াহীনতা


হুজুর পাক (ﷺ) এর দেহ মোবারকের কোনো ছায়া ছিল না। সূর্যের আলোতে না, চাঁদের কিরণ না। হাকিম তিরমিযী নাওয়াদিরুল উসুল কিতাবে হযরত যাকওয়ান (রা) থেকে এই বর্ণনাটি উপস্থাপন করেছেন। তবে উক্ত বুজুর্গগণের কথায় তাজ্জব হতে হয় এই ভেবে যে, তারা প্রদীপের আলোর কথা উল্লেখ করেননি। নূর'—হুজুর পাক (ﷺ) এর নাম মুবারক সমূহের অন্যতম নাম। নূরের কোন ছায়া হয়না। মাওলানা জামী (رحمة الله) এ সম্পর্কে কতই না সুন্দর বলেছেন


امی ودقیقه دان علم

بے سایه وسائبان عالم


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী] 

© | সেনানী এপ্স |

Top