আল্লাহ ওগো আল্লাহ

====================

আল্লাহ ওগো আল্লাহ

ক্ষমা করে দাও, মাফ করে দাও (২)


যত দিন এই জীবন বিনা বাজিবে

সু পথে চালাও মাফ করে দাও

সু পথে চালাও মাফ করে দাও


আল্লাহ ওগো আল্লাহ

ক্ষমা করে দাও মাফ করে দাও


তোমাকে না দেখিয়া

নবী কে না চিনিয়া ঈমান এনেছি তবুও (২)

এই উসিলায় রহমও দয়া বিলাও

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও


আল্লাহ ওগো আল্লাহ

ক্ষমা করে দাও, মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও


কাওকে শরিনা, কাওকে ডরিনা

তোমাতে শির দেয়ই তবুও (২)

এই উসিলায় বিপদে পার করে নাও

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও


আল্লাহ ওগো আল্লাহ

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও


কারো কাছে হারিনা কারো অনুসারিনা

তব দ্বারে হাত পাতি তবুও (২)

এই উসিলায় চিরো সুখি জান্নাত এ দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও


আল্লাহ ওগো আল্লাহ

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও


স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া

মা বাবা গেলো ঘরে চলিয়া....(২)

এই উসিলায় মা বাবা কে জান্নত এ নাও

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও


আল্লাহ ওগো আল্লাহ

ক্ষমা করে দাও মাফ করে দাও

ক্ষমা করে দাও মাফ করে দাও

যত দিন এই জীবন বিনা বাজিবে

সু পথে চালাও মাফ করে দাও

সু পথে চালাও মাফ করে দাও


আল্লাহ ওগো আল্লাহ

ক্ষমা করে দাও, মাফ করে দাও


_____________________

© ইসলামী বিশ্বকোষ


Top