পূতপবিত্র কলব


মাওয়াহেবে লাদুন্নিয়া কিতাব হুজুর পাক (ﷺ) এর পবিত্র কলব বর্ণনাও দেয়া হয়েছে। যেহেতু কলব হচ্ছে একটি বাতেনী অঙ্গ। আর এখানে তার যাহেরী সূরত নিয়ে আলােচনা উদ্দেশ্য নয়। তাই গবেষণা ও চিন্তার মাধ্যমে তা বুঝতে হবে। কোন কোন বর্ণনায় কলব সম্পর্কে এরূপ বর্ণনা এসেছে، عظيم المشاش منكبيني والكتد ‘আযীমু' মুশকিল মানকাবাইনে ওয়াল কাদিত। 'কাতিল’ শব্দটির কাফ বর্ণে যবর ও তা বর্ণে যের দিয়ে পড়লে অথবা তা বর্ণে যবর দিয়ে পড়লে তার অর্থ হয়— ঐ স্থান যেখানে স্কন্ধদ্বয় এসে মিলিত হয়েছে। আর মুশাশ শব্দটির মীম বর্ণে পেশ দিয়ে পড়লে তার অর্থ হবে ঘাড়ের হাড় যা মাথার সঙ্গে মিলিত। তখন বর্ণনার অর্থ দাঁড়ায়, হুজুর পাক (ﷺ) বিশাল স্কন্ধের অধিকারী ছিলেন।


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী] 

© | সেনানী এপ্স |

Top