ঘটনা :আসমানের মধ্যে ফেরেশতাদের ইমামতি 

ইবনে আসাকের (رحمة الله) হাফস ইবনে আবদুল্লাহ (رحمة الله) থেকে রিওয়ায়ত করেছেন যে, তিনি বলেন, আমি হযরত আবু যুবআ (رحمة الله) কে তাঁর মৃত্যুর পর স্বপ্নে দেখি যে, তিনি আসমানের মধ্যে ফেরেশতাদের ইমামতি করছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এত উচ্চ মর্যাদা কিভাবে লাভ করলেন? তিনি উত্তর দিলেন আমি স্বহস্তে হাজার হাজার হাদীস সংকলন করেছি এবং হাদীস লেখার সময় আমি  عَنِ النَّبِيّة ﷺ লিপিবদ্ধ করতাম, আর রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,
 صَلَّى عَلَى صَلاةً صَلَّى اللهُ عَلَيْهِ عَشراه
“যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তাঁর ওপর দশবার রহমত নাযিল করেন। 

(১) ইমাম ইবনে আসাকের (رحمة الله) তাঁর "তারিখে ইবনে আসাকের", খন্ড ৩৮, পৃষ্ঠা ৩৮-৩৯। 
(২) ইমাম জালালউদ্দীন সুয়ুতী (رحمة الله) তাঁর "জমউল জওয়ামিউ" পৃষ্ঠা ৮ কিতাবে।
(৩) শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله) : হৃদয়ের টানে মদিনার পানেঃ পৃষ্ঠা ৩৬২, গাজী প্রকাশনী।

Top