রাসূল (ﷺ)’র প্রস্রাব মোবারকের হুকুম
✍ কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) ➡ মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]
❏ মাসয়ালা: (২০৪)
➠পবিত্র হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে, একজন ছাহাবী সরকারে দো’আলম (ﷺ)-এর প্রস্রাব মোবারক পান করেছিল, এতে হুজুর (ﷺ) এরশাদ করেছেন যে, তার পেটে ব্যাথা-বেদনা হবেনা। এ ঘটনাটি “মাদারেজুন নবুয়্যাত” শরীফে বর্ণিত রয়েছে। এ ঘটনাটি সঠিক ও বিশুদ্ধ।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদা হচ্ছে যে- হুজুর (ﷺ)-এর উচ্ছিষ্ট বিষ্ঠা ও প্রস্রাব মোবারক পাক ও পবিত্র, এর অস্বীকারকারী অজ্ঞতারই পরিচায়ক, কেননা বর্তমান জ্ঞানের স্বল্পতা হেতু লোকদের নিকট এহেন অসাধারণ ও দুর্লভ মাসয়ালার জ্ঞান না থাকার কারণে এটিকে অস্বীকার করছে। হাদিস শরীফের ইনকার ও অস্বীকার করা পাপ ও ফিস্ক। এ ঘটনার অস্বীকার কারীকে তওবা করা আবশ্যক।
➥ [খায়রুল ফতোয়া, ৩২৯ পৃষ্ঠা]