"নবীর মিলাদ আজ"
[লেখক :: আরিফ ওয়াকিজ]
ভোরটা ভাব নিয়েছে রাগের
কান্না কান্না ভেজা মন,
কখন জানি অশ্রু গড়ায়
বেদনায় অনুতপ্ত ক্ষণ।
কিসের মোহে এমন যাতন
কেনো এতো অভিমান!
নিজেই নিজে কেনো এতো
হয়ে চুরচুর খানখান?
হঠাৎ করে চতুর্দিকে
গর্জে উঠে আওয়াজ,
বজ্র কন্ঠে বলে উঠে
নবীর মিলাদ আজ।
তাকবীরের ধ্বনী তোলে সবাই
রিসালাতের পতাকা হাতে,
জুলুস কেয়াম মিলাদ হবে
পড়ে হামদ্ ও নাতে।
সূর্যি মামা আড়াল হতে
লুকিয়ে লুকিয়ে হাসে,
ভোরের মনে খুশির ঢেউ
দোলা দিয়ে আসে।
জশনে জুলুস শুরু হলো
আওলাদে নবীর সঙ্গে,
বৃদ্ধ যুবক শিশু কিশোর
সেজেছে মদীনা রঙ্গে।
ঘুরে ঘুরে সারাটা শহর
সবাইকে জানিয়ে দিলো,
ত্রিভূবণের প্রিয় মুহাম্মদ
আজকের দিনে এলো।
আজকে খুশির ঢল নেমেছে
নজরুলের সূরে বলি,
কোরআন সুন্নাহ্ মেনে নিয়ে
মিলাদের পক্ষে চলি।
আকাশ বাতাস মাতাল করে
ওয়াকিজ জানিয়ে দিলাম,
ইশকে মুহাব্বত আলা হযরত
আহমদ রেজার কালাম।
মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম,
শাম'য়ে বাজমে হেদায়ত পে লাখো সালাম।