শেষ যুগে আলেম ও অজ্ঞদের অবস্থার বর্ণনা
✍ কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]

❏ মাসয়ালা: (২৮২)
عن ابى هريرة رضى الله تعالٰى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيأتى على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذبٌّ فيها الصادق ويوتمن فيها الخائن ويخون فيها الامين وينطق فيها الرّويبصة-
➠হযরত আবু হুরায়রা (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলে পাক (ﷺ) এরশাদ ফরমায়েছেন: লোকদের নিকট এমন একটি বছর (যুগ) আসবে যাতে থাকবে কেবল মাত্র ধোকা আর ধোকা (ফ্রট আর ফ্রট), যে সময় মিথ্যাকে সত্য হিসেবে বুঝানো হবে আর সত্যকে মিথ্যা হিসেবে প্রমাণ করবে, খেয়ানতদারকে আমানতদার, আর আমানতদারকে খেয়ানতদার হিসেবে বুঝাবে। আর সে যুগে অজ্ঞ ও মুর্খ খুবই বক্তা হবে অর্থাৎ নীচক ও অনুপযুক্ত ব্যক্তির জন্য লোকগণ শানদার ব্যবস্থা করবে। অজ্ঞ ও নাআহাল লোকগণ আলেম হিসেবে পরিচিতি  লাভ করবে আর যারা সত্যিকারের জ্ঞানী সমাজে তাদের কদর হবে না। যা বর্তমানে পরিলক্ষিত। আল্লাহ পাক আমাদের হিফাজত করুন।
Top