ইমামতের বর্ণনা
✍ কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) ➡ মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]
❏ মাসয়ালা: (১০৩)
فاسق معلن তথা স্বগোষিত ফাসেককে (যার ফাসেক হওয়াটা সর্ব সাধারণের জ্ঞাত) ইমাম নিযুক্ত করা গুনাহ। তার পিছনে নামাজ আদায় করা মাকরূহে তাহরীমি, আদায় করা গুনাহ এবং পুনরায় আদায় করা ওয়াজিব।
➠শরহে মুনীয়াতুল মুস্তামলীতে বর্ণিত রয়েছে:
انّهم لو قدموا فاسقا ياثمون بناء على انّ كراهة تقديمة كراهة تحريمة لعدم اعتنائيه باموردينه, تبيين- طحطاوى على مراقى, فتاوى الحجة فتاوى رضويه-
হ্যাঁ যদি জুমার মধ্যে অন্য ইমাম পাওয়া না যায়, সেক্ষেত্রে জুমার নামাজ আদায় করবে, কেননা ইহা ফরজ আর ফরজ গুরুত্ববহ। অনুরূপ যদি তার পিছনে নামাজ না পড়লে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পড়ে নিবে, পরবর্তীতে পুনরায় আদায় করে নিবে। কেননা الفتنة اشد من القتل