নামায ভঙ্গের কারণসমূহ

১। সালামের জবাব দিলে 
২। দুঃখসূচক শব্দ উচ্চারণ করা
৩। নামাযের ফরয ছুটে গেলেঃ
৪। কিরা'আতে ভুল করলে
৫। নামাযে কিরা আত দেখে দেখে পড়া
৬। নামাযের মধ্যে কথা বলাঃ
৭। নেশাগ্রস্ত অবস্থায় নামায পড়লে
৮। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিলে
৯। অট্টহাসি দিলে
১০। অপ্রাসঙ্গিক কিছু করা 
১১। হাঁচির জবাব দেয়া
১২। চলাফেরা করলে
১৩। অপবিত্র স্থানে সিজদা করলে
১৪। আমলে কাসীর হলে 
১৫। নিজের ইমাম ছাড়া অন্যকে লোকমা দেয়া 
১৬। নামাজে দুনিয়াবী কথাবার্তা বলাঃ
১৭। নামাযে কাতার সোজা না করে নামায পড়া
১৮। বিনা অজুতে নামায পড়া


নামাজের আহকাম

১। শরীর পাক বা পবিত্র করা।
২। কাপড় পাক করা।
৩। নামাজ পড়ার জায়গা পাক পবিত্র করা।
৪। ছতর ঢাকা। অর্থাৎ পুরুষের নাভি থেকে হাটুর নিচ পর্য্যন্ত এবং মেয়েদের দু’হাতের কব্জি, দু’পায়ের গিরা ও মুখমন্ডল ব্যতীত বাকী সমপূর্ণ শরীর নামাজের সময় ঢেকে রাখা।
৫। কেবলা অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ রাখা।
৬। ওয়াক্ত অনুসারে নামাজ পড়া
৭। নিয়েত করা


নামাজের আরকান

১। তাকবীরে তাহরীমা
২। কেয়াম করা।
৩। কেরাত পড়া।
৪। রুকু করা।
৫। ছেজদা করা।
৬। কায়দায়ে আখিরাহ বা শেষ বৈঠক।


....
Top