মিলাদ ও কিয়ামের ব্যাপারে মক্কা,মদিনা,জিদ্দা ও হাদীদার মুফতীগনের জবাব ও ফতোয়া
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- আমার উম্মত গোমরাহ বিষয়ে একমত
হতে পারে না’ (আল হাদিস)
পবিত্র মিলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ সম্পর্কে
মক্কা শরীফ-মদিনা শরীফ-এর মুফতীগণের
প্রাচিন ফতোয়ার কালেকশন ﺑﺴﻤﺎﻟﻠﻬﺎ
ﻟﺮﺣﻤﻨﺎﻟﺮﺣﻴﻢআল্লামা আব্দুর রহীম তুর্কমানীরহমতুল্লাহি আলাইহি ১২৮৮ হিজরী সনে পবিত্র মক্কা
শরীফ ও পবিত্র মদিনা শরীফ এবং জেদ্দাহ ও হাদিদার
উলামায়ে কেরামের দ্বারা পবিত্র মিলাদ শরীফ
ওকিয়াম শরীফ সম্পর্কে একটি ফতোয়া লিখিয়ে
হিন্দুস্তানে নিয়ে আসেন এবং নিজ গ্রন্থ‘রাওয়াতুন
নাঈম’ -এর শেষাংশে ছেপে প্রকাশ করেন ।
-----------------------------------
প্রশ্নঃ আল্লাহ তায়ালা অসীম রহমত আপনার উপর
বর্ষিত হোক । নিম্নে বর্নিতবিষয়ে আপনার অভিমত
ওফতোয়া কি ?মিলাদ শরীফ পাঠ করা – বিশেষ করে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র
জন্ম বৃত্তান্ত পাঠকালে কিয়াম করে সম্মান প্রদর্শন
করা , মিলাদের জন্য দিন তারিখ নিদিষ্ট করা , মিলাদ
মজলিস কে সাজানো , আতর গোলাপ ও খুশবু
ব্যাভার করা। পবিত্র কুরআন শরীফ হতে সুরা
ক্বেরাত পাঠ করা এবং মুসলমানগণ উনাদের জন্য
খানাপিনা (তাবারুক) তৈরি করা – এই ভাবে অনুষ্ঠান করা
জায়েয কিনা এবং অনুষ্ঠানকারীগন এতো সাওয়াবের
অধিকারী হবেন কিনা ? বর্ণনা করে আল্লাহর পক্ষ
হতে পুরস্কৃত হোন ।–আব্দুর রহীম তুর্কমানী –
হিন্দুস্তান ,১২৮৮ হিজরি ।
--------------------------------
পবিত্র মক্কা শরীফ উনার
ফতোয়া দাতাগনের জবাব ও ফতোয়া ।     

-----------------------------------
অনুবাদঃ ‘জেনে নিন – উপরে বর্নিত নিয়মে (কিয়াম) মিলাদ শরীফের
অনুষ্ঠান করা মোস্তাহসান ও মুস্তাহাব । আল্লাহ ও
সমস্ত মুসলমানের নিকট ইহা উত্তম । ইহার
অস্বীকারকারীগন বিদআতপন্থী ও গোমরাহ্ ।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা
আনহু হতে বর্নিত হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম -্উনার পবিত্র হাদিসশরীফে বর্ণিত হয়েছে
–‘মুসলমানগণ যে কাজকে পছন্দনীয় বলে
বিবেচনা করেন -তা আল্লাহর নিকট ও পছন্দনীয়
’(মুসলিম শরীফ )।এখানে মুসলমান বলতে ঐ সমস্ত
মুসলমানকে বুঝায়-যারা কামেল মুসলমান । যেমন
পরিপুর্ন আমলকারী উলামা , বিশেষ করে
আরবেরদেশ , মিশর , সিরিয়া ,তুরস্ক ও স্পেন-
ইত্যাদি দেশের উলামাগন সলফে সালেহীনদের
যুগ থেকে অদ্যবধি (১২৮৮ হিঃ) সকলেই পবিত্র
মীলাদ শরীফ ও কেয়াম শরীফ কে
মুস্তাহসান,উত্তম ও পছন্দনীয় বলে অভিমত প্রকাশ
করেছেন । সর্বযুগের উলামাগনের স্বীকৃতির
কারনে মীলাদ ও কিয়ামের বিষয় বরহক ।উহা
গোমরাহী হতে পারে না । নবী করীম
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক
করেছেন । ‘আমার উম্মতগোমরাহ বিষয়ে একমত
হতে পারে না’(আল হাদিস)
সুতরাং যারা পবিত্র মীলাদ শরীফ ও
কিয়াম শরীফ কে অস্বিকার করবে-সম্মানিত শরিয়তের  বিচারকের উপর তাদের যথাযথ শাস্তি প্রদান করা
ওয়াজিব ।( ফতুয়া সমাপ্ত )
-----------------------------------পবিত্র মক্কা শরিফ উনার
ফতোয়াদাতা মুফতীগনের স্বাক্ষর ও সিলমোহর
-----------------------------------
১।আল্লামা আব্দুর রহমান সিরাজ রহমাতুল্লাহি আলাইহি
২।আল্লামা আহমদ দাহলান রহমাতুল্লাহি আলাইহি
৩।আল্লামা হাসান রহমাতুল্লাহি আলাইহি
৪। আল্লামা আব্দুর রহমান জামাল
রহমাতুল্লাহি আলাইহি
৫। আল্লামা হাসান তৈয়ব রহমাতুল্লাহি
আলাইহি
৬।আল্লামা সোলায়মান ঈছা রহমাতুল্লাহি
আলাইহি
৭। আল্লামা আহমদ দাগেস্তানী রহমাতুল্লাহি
আলাইহি
৮। আল্লামা আবদুল কাদের সামস রহমাতুল্লাহি
আলাইহি
৯। আল্লামা আব্দুর রহমান আফেন্দী
রহমাতুল্লাহি আলাইহি
১০। আল্লামা আব্দুল কাদের
সানখিনী রহমাতুল্লাহি আলাইহি
১১। আল্লামা মুহাম্মদ
শারকী রহমাতুল্লাহি আলাইহি
১২ । আল্লামা
আব্দুলকাদের খোকীর রহমাতুল্লাহি আলাইহি
১৩।আল্লামা ইবরাহিম আলফিতান রহমাতুল্লাহি আলাইহি
১৪।আল্লামা মুহাম্মদ জারুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি
১৫।আল্লামা আব্দুল মুত্তালিব রহমাতুল্লাহি আলাইহি
১৬।আল্লামা কামাল আহমেদ রহমাতুল্লাহি আলাইহি
১৭।আল্লামা মুহাম্মাদ ছায়ীদ আল-আদাবি রহমাতুল্লাহি
আলাইহি
১৮। আল্লামা আলি জাওহাদ রহমাতুল্লাহি
আলাইহি
১৯। আল্লামা সৈয়দ আব্দুল্লাহ কোশাক
রহমাতুল্লাহি আলাইহি
২০। আল্লামা হোসাইন আরব
রহমাতুল্লাহি আলাইহি
২১ । আল্লামা ইব্রাহিম নওমুছি
রহমাতুল্লাহি আলাইহি
২২। আল্লামা আহমদ আমিন
রহমাতুল্লাহি আলাইহি
২৩। আল্লামা শেখ ফারূক
রহমাতুল্লাহি আলাইহি
২৪। আল্লামা আব্দুর রহমান আযমী
রহমাতুল্লাহি আলাইহি
২৫। আল্লামা আব্দুল্লাহ মাশশাত
রহমাতুল্লাহি আলাইহি
২৬। আল্লামা আব্দুল্লাহ কুম্মাশী
রহমাতুল্লাহি আলাইহি
২৮। আল্লামা মুহাম্মদ বা-বাসীল
রহমাতুল্লাহি আলাইহি
২৯। আল্লামা মুহাম্মদ সিয়ুনী
রহমাতুল্লাহি আলাইহি
৩০। আল্লামা মুহাম্মদ সালেহ
জাওয়ারী রহমাতুল্লাহি আলাইহি
৩১। আল্লামা আব্দুল্লাহ
জাওয়ারী রহমাতুল্লাহি আলাইহি
৩২। আল্লামা মুহাম্মাদ
হাবীবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি
৩৩। আল্লামা আহমদ আলমিনহিরাভী রহমাতুল্লাহি আলাইহি
৩৪ । আল্লামা সোলাইমান উকবা রহমাতুল্লাহি আলাইহি
৩৫। আল্লামা সৈয়দ শাত্বী ওমর রহমাতুল্লাহি আলাইহি
৩৬। আল্লামা আব্দুল হামিদ দাগেস্তানী রহমাতুল্লাহি আলাইহি
৩৭। আল্লামা মুস্তফা আফীফী রহমাতুল্লাহি আলাইহি
৩৮। আল্লামা মানসুর রহমাতুল্লাহি আলাইহি
৩৯ । আল্লামা মিনশাবী
রহমাতুল্লাহি আলাইহি
৪০। আল্লামা মুহাম্মদ রাযী
রহমাতুল্লাহি আলাইহি
৪১।আল্লামা আহমাদ আবুল খায়ের
(১২৮৮ হিজরী) ।

-----------------------------------
মিলাদ-কিয়ামের ব্যাপারে মদিনার মুফতীগনের জবাব ও ফতোয়া
-----------------------------------
অনুবাদঃ-জেনে রাখুন মিলাদ মাহফিলে যা কিছু করা হয় যেমন-যিয়াফত দেওয়া,মুসলমানের উপস্থিতিতে হুজুরের জন্ম বৃত্তান্ত পেশ করা, উত্তম জিনিস দান করা, রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম এর বেলাদত বর্ণনা কালে কিয়াম করা,গোলাব ছিটানো, সুগন্ধি জ্বালানো,মজলিস সাজানো, কুরআন মজিদ থেকে পাঠ করা, নবীজির উপর দরুদ ও সালাম পেশ করা, আনন্দ ও খুশির বহিঃপ্রকাশ করা-ইত্যাদি
নিঃসন্দেহে সুন্নাতে হাসানার অন্তর্ভুক্ত এবং মুস্তাহাব। ইহার উত্তম ফজিলত রয়েছে। একমাত্র বিদআত পন্থী লোক ছাড়া অন্য কেউ অস্বীকার করতে পারে না। তাদের কথায় কেউ কর্ণপাত করবেন না। তাদেরকে শাস্তি প্রদান করা ইসলামী রাষ্ট্রের পরিচালক এর উপর ওয়াজিব।
আল্লাহ ই সর্ব জ্ঞানের অধিকারী। আল্লাহ পাক আমাদের নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং তার বংশধর ও সাহাবীগণের উপর রহমত বর্ষণ করুন।  (ফতোয়া সমাপ্ত)

-----------------------------------
মদিনা মোনাওয়ারার ফতোয়াদাতা মুফতীগনের স্বাক্ষর ও সীলমোহর
-----------------------------------
১।আল্লামা মুহাম্মদ আমীন
২।আল্লামা জাফর হোসাইনী বারজিঞ্জি
৩।আল্লামা আব্দুল জাব্বার
৪।আল্লামা সৈয়দ জামালুদ্দীন
৫।আল্লামা ইবরাহীম বিন খিয়ার
৬।আল্লামা সৈয়দ ইউসুফ
৭।আল্লামা সৈয়দ মুহাম্মদ আলী
৮।আল্লামা সৈয়দ আব্দুল্লাহ ইবনে সৈয়দ আহমদ
৯।আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ রিফায়ী
১০।আল্লামা ওমর ইবনে আলী
১১।আল্লামা আলী হারিরী
১২।আল্লামা সৈয়দ মোস্তাফা
১৩।আল্লামা আহমদ সিরাজ
১৪।আল্লামা হাসানা আদীব
১৫।আল্লামা আবুল বারাকাত
১৬।আল্লামা আব্দুল কাদের মাশশাত
১৭।আল্লামা সাইয়েদ আলম
১৮।আল্লামা আহমদ হাবাশী
১৯।আল্লামা মুহাম্মদ নুর সোলায়মানী
২০।আল্লামা আব্দুর রহিম বারয়ী
২১।আল্লামা মোহাম্মদ ওসমান কুর্দী
২২।আল্লামা কাশেম।
২৩।আল্লামা আব্দুল আজিজ হাশেম
২৪।আল্লামা ইউসুফ রাবী
২৫।আল্লামা মোহসেন
২৬।আল্লামা মুবারক ইবনে ছায়ীদ
২৭।আল্লামা হামেদ
২৮।আল্লামা হাশেম ইবনে হাসান
২৯।আল্লামা আব্দুল্লাহ ইবনে আলী
৩০।আল্লামা আব্দুর রহমান সফদী
(১২৮৯ হিজরী)

-----------------------------------
মিলাদ-কিয়ামের ব্যাপারে জিদ্দার মুফতীগনের জবাব ও ফতোয়া
-----------------------------------
অনুবাদঃ-জেনে রাখুন প্রশ্নে- বর্ণিত পদ্ধতিতে(কিয়ামসহ) মিলাদুন্নবী মাহফিল ও আলোচনা অনুষ্ঠান শরীয়ত অনুযায়ী বিদআতে হাসানা অর্থাৎ মোস্তাহব।  যার অন্তরে মুনাফিকের অংশ আছে সে ছাড়া অন্য কেউ মিলাদ শরীফ কে অস্বীকার করতে পারে না। আর অস্বীকার করায় কিভাবে তার পক্ষে সম্ভব যেখানে স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন "যারা আল্লাহর নিদর্শনসমূহের সম্মানপ্রদর্শন করবে তাদের অন্তরে তাকওয়া পয়দা হবে"। আল্লাহই সর্ব জ্ঞানের আধার। (মিলাদ শরীফ আল্লাহর নিদর্শন স্বরূপ)(ফতোয়া  সমাপ্ত)

-----------------------------------
জিদ্দার ফতোয়াদাতা মুফতীগনের স্বাক্ষর ও সীলমোহর
-----------------------------------
১।আল্লামা আলী ইবনে আহমদ বা-সিরীন ২।আল্লামা আব্বাস ইবনে জাফর ইবনে সিদ্দিক
৩।আল্লামা আহমদ ফাত্তাহ
৪।আল্লামা মুহাম্মদ সোলায়মান
৫।আল্লামা আহমদ আব্বাস
৬।আল্লামা মুহাম্মদ সালেহ
৭।আল্লামা আহমদ ওসমান
৮।আল্লামা ইবনে আজলান
৯।আল্লামা মুহাম্মদ সাদকাহ
১০।আল্লামা আব্দুর রহিম ইবনে মুহাম্মদ
(১২৮৮হিজরী)

-----------------------------------
মিলাদ-কিয়ামের ব্যাপারে হাদীদার মুফতীগনের জবাব ও ফতোয়া
-----------------------------------
অনুবাদঃ-প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে (কিয়াম সহ) মীলাদ শরীফ পাঠ করা শুধু জায়েজই নয় বরং মুস্তাহাব বটে। মিলাদ মাহফিল অনুষ্ঠানকারী ব্যক্তিগণ অবশ্যই সাওয়াবের অধিকারী হবেন। ওলামায়ে কেরামগন মিলাদ শরীফের বৈধতার উপর বহু কিতাব রচনা করেছেন এবং (কিয়ামসহ) মিলাদ শরীফের আমল করার জন্য উৎসাহ দিয়েছেন। তারা বলেছেন একমাত্র বিপথগামী বেদআতী ছাড়া অন্য কেউ মিলাদ শরীফ কে অস্বীকার করতে পারে না। "শরীয়তের শাসকের উপর অস্বীকার কারী কে শাস্তি প্রদানের ব্যবস্থা করা ওয়াজিব। "(ফতোয়া সমাপ্ত)

-----------------------------------
হাদীদার ফতোয়াদাতা মুফতীগনের স্বাক্ষর ও সীলমোহর
-----------------------------------
১।আল্লামা আলী শামী
২।আল্লামা ছালেম আবেশ
৩।আল্লামা আলী ইবন আবদুল্লাহ
৪।আল্লামা মুহাম্মদ ইবনে ইবরাহিম হোশায়রী ৫।আল্লামা আলী আতহান
৬।আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
৭।আল্লামা ইয়াহইয়া ইবনে মোকাররম ৮।আল্লামা মুহাম্মদ ইবনে দাউদ ইবনে আব্দুর রহমান
৯।আল্লামা আলী ইবনে ইবরাহীম জোবায়দী
(১২৮৮ হিজরী)
(বিস্তারিত তথ্য দেখুন ফতোয়াউল হারামাইন-মম সম্পাদিত)
দ্রষ্টব্যঃ-ফতোয়াদাতা মুফতীগনের সর্বমোট সংখ্যা ৯০ জন !

Top