"আজি ফের মিলাদ এলো"
[লেখক :: আরিফ ওয়াকিজ]
১২'ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ﷺ সকলকে জানায় শুভেচ্ছা, ঈদ মোবারক

রাতের প্রস্থান হতে এলো
ভোরের আলোর মিছিলে,
শীতল হাওয়া বইছে ভবে
সুবহে সাদিকে দুলে।

কাবা ঘরও পরছে নুয়ে
আমিনার ঘরের দিকে,
ঝান্ডা নিয়ে রুহুল আমিন
বলছে কি হায় ডেকে?

হাওয়া মরিয়ম বিবি বেহেশতী
কতজন জানি আসিলো!
হঠাৎ করি সকলে মিলিয়া,
মারহাবা বলি হাসিলো।

খাজা আব্দুল্লার ঘর হতে
বহে নূরের ঝর্না ধারা,
যাহার নূরে আলোকিত হয়
চন্দ্র সূর্য গ্রহ তারা।

ভুত পুজারী অগ্নি দেবী
ধুপ করে হয় শেষ,
পারস্যের সেই রাজ্য মহল
ভেঙ্গে পরছে বেশ।

জাহিলিয়তের আঁধার কেটে
মানবতার দূত এলো,
মিথ্যা অন্যায় জুলুম অত্যাচার
নিমেশে তলিয়ে গেলো।

আকাশ বাতাস জগৎ ভূবণ
মনের পেখম মেলে,
জানান দিচ্ছে ঘুরে ঘুরে
সাল্লে আলা ধ্বনী তোলে।

ওরে হালিমা কোথায় রইলি
আমেনার ঘরে আয়,
কোলেতে দোলে রাজ দুলারা
দো'জাহানের  বাদশায়।

মিলাদ হলো জুলুস করো
আনন্দে তামাম জাহান,
রহমতের নবী এলেন ধরায়
তিনি সৃষ্টিকুলের জান।

যাহার সদকায় সকল কিছু
ওয়াকিজের ভাগ্যে এলো,
তাই তো তাঁহার মিলাদ করি
আজি ফের মিলাদ এলো।

 
Top