ফাতাওয়া-এ রযভীয়ার সংক্ষিপ্ত বিষয়সূচি

-মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন রেজভি

আমি এখানে ফাতাওয়া-এ রযভীয়ার ৩০ খণ্ডের বিষয়বস্তুর উপর একটা সংক্ষিপ্ত আলোচনার পেশ করেছি। বিশ্বকোষধর্মী এ ফিকহগ্রন্থের সর্বমোট পৃষ্ঠা সংখ্যা ২১,৫৬৫; জিজ্ঞাসিত ফাতওয়ার সমাধান ৬,৮৪৭টি এবং বিশ্লেষণধর্মী পুস্তকের সংখ্যা ২০৬। এটা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফাতওয়া গ্রন্থ। 

পাকিস্তানের প্রখ্যাত লেখক ও গবেষক ড. মুহাম্মদ মসউদ আহমদ --যিনি ইমাম আহমদ রেযার জীবন ও কর্মের নানা দিকের উপর প্রায় ৪০ বছর অধিককাল গবেষণায় রত থেকে ইমাম আহমদ রেযা উপর শতাধিক প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেন এবং সে সাথে ‘দাইরা-ই-মা‘আরিফ-ই-ইমাম রেযা’ নামে ১৫ খণ্ডের ইমাম আহমদ রেযার জীবনী বিশ্বকোষের খচড়া করে যান। 

-- তিনি ইমাম আহমদ রেযার জ্ঞানগত যোগ্যতার উপর মন্তব্য করতে গিয়ে একস্থানে লিখেছেন যে, ‘ইমাম আহমদ রেযার চিন্তাধারার প্রত্যেক দিক গবেষণা ও বিশ্লেষণের দাবি রাখে। যার এক একটি দিক লেখার জন্য আলাদা আলাদা প্রবন্ধ লেখা দরকার। ইমাম আহমদ রেযার উপর গবেষণা করতে গিয়ে আমার কাছে এমন অনুভব হচ্ছে যে,এখনও আমরা তাঁর জ্ঞানসমুদ্রের তীরেও বেয়ে উঠতে পারিনি, সমুদ্রে ঝাপ মারা ও সাতারানো তো দুরের কথা।"

ফাতাওয়া-এ রযভীয়া(১ম খণ্ড)
• ভূমিকা
(خطبة الکتاب) 
• ফাত্ওয়া প্রদানের বিধান (رسم المفتی)
• অধ্যায়:পবিত্রতা (کتاب الطهارة)
• ওযূর বিবরণ
( باب الوضو) 
• ওযূ ভঙ্গকারী বিষয়
( فصل فی نواقص الوضوء) 

ফাতাওয়া-এ রযভীয়া (২য় খণ্ড)
• পানির বর্ণনা
(باب المیاه) 

ফাতাওয়া-এ রযভীয়া (৩য় খণ্ড) 
• পানির বর্ণনা [২য় খণ্ডের অবশিষ্ট অংশ]
(باب المیاه) 
• কুপের বর্ণনা
(فصل فی البٸر) 
• তায়াম্মুমের বর্ণনা [৪র্থ খণ্ডে সমাপ্য]
(باب التیمم) 

ফাতাওয়া-এ রযভীয়া (৪র্থ খণ্ড)
• তায়াম্মুমের বর্ণনা
(باب التیمم) 
• মোজার উপর মাসাহ
( مسح حفین) 
• হায়যের বর্ণনা 
(باب الحیض) 
• অপারগ ব্যক্তির বর্ণনা
( باب المعذور ) 
• অপবিত্রতার বর্ণনা
( باب الانجاس) 
• ইস্তিনজার বর্ণনা 
(باب الاستنجاء) 

ফাতাওয়া-এ রযভীয়া (৫ম খণ্ড)
• অধ্যায়: সালাত
(کتاب الصلوة) 
• সালাতের ওয়াক্তসমূহ
(باب الاوقات) 
• সালাতর স্থান 
(فصل فی اماکن الصلوة) 
• আযান ও ইকামত
(باب الاذان والاقامة) 

ফাতাওয়া-ই-রেযভীয়া (৬ষ্ঠ খণ্ড)
• সালাতেরর পূর্ব শর্তসমূহ
(باب شروط الصلوة) 
• সালাতের রুকনসমূহ (باب صفةالصلوة)
• ক্বিরাত
(باب القراءة) 
• ইমামত
(باب الامامة) 

ফাতাওয়া-ই রযভীয়া (৭ম খণ্ড) 
• জামা‘আত 
(باب الجماعة) 
• মাসবূকের সালাত
(فصل فی السبوق) 
• ইমাম নামাযে স্থলাভিষিক্ত নিযুক্ত করা 
( فصل الاستخلاف) 
• সালাত ভঙ্গকারী বিষয়
(باب مفسدات الصلوة) 
• সালাতের মাকরূহ
(باب مکروهات الصلوة) 
• বিতির ও নফল 
(باب الوتروالنوافل ) 

ফাতাওয়া-ই রযভীয়া (৮ম খণ্ড)
• মসজিদের বিধান 
( باب احکام المساجد) 
• ফরয নামায 
(باب ادراک الفریضة) 
• কাযা নামায
(باب قضاء الفواٸت) 
• সহূ সাজদা 
(باب سجود السهو) 
• তিলাওয়াতে সাজদা
( باب سجود التلاوة) 
• মুসাফিরের নামায 
(باب صلوةالمسافر) 
• জুম‘আর নামায 
(باب الجمعة) 
• দুই ঈদের নামায
(باب العیدین) 
• বৃষ্টি প্রার্থনার নামায 
(باب الاستسقاء) 

ফাতাওয়া-ই রযভীয়া (৯ম খণ্ড)
• জানাযার নামায 
(باب الجناٸز) 
• মৃত্যুর পূর্বের অবস্থা ও আহকাম 
( احکام واحوال قرب موت) 
• মৃত্যুর পূর্বের অবস্থা ও আহকাম 
(احکام واحوال بعد موت) 
• মৃতের গোসল 
(غسل میت) 
• মৃতের কাফন
(کفن میت) 
• কফিন নিয়ে যাওয়া
(جنازه لے جانا) 
• জানাযার নামায
(نمازجنازه) 
• জানাযার ইমামত
(امامت نماز جنازه) 
• জানাযার নামায আদায়
(نمازجنازه کی اداٸگی) 
• জানাযা নামাযের স্থান
(موضع نمازجنازه) 
• জানাযার নামায বারংবার পড়া
(تکرارنمازجنازه) 
• মৃতের দাফন
(دفن میت) 
• শোক প্রকাশ ইত্যাদি
(تعزیت وغیره) 
• দাফনের স্থান
(جاٸے دفن) 
• কবর ও কবরস্থানের বিধান
(احکام قبورومقابر) 
• ফাতিহা ও ইসালে সওয়াব
(فاتحه وایصال ثواب) 
• কবর যিয়ারত
(زیارت قبور) 
• মৃতের ভোজ
(دعوت میت) 

ফাতাওয়া-ই রযভীয়া (১০ম খণ্ড)
• অধ্যায়:যাকাত
(کتاب الزکوة) 
• অধ্যায়: রোযা
(کتاب الصوم) 
• চাঁদ দেখা
(باب رٶیةالهلال) 
• রোযা ভঙ্গের কারণ
(باب مفسدات الصوم) 
• কাযা ও কাফ্ফারাহ 
(باب القضاء والکفارة) 
• ফিদয়া
(باب الفدیة) 
• রোযার মাকরূহ 
(مکروهات صوم) 
• সেহেরী ও ইফতার 
(سحروافطار) 
• অধ্যায়: হজ্ব 
(کتاب الحج) 
• হজ্বের শর্তসমূহ
(باب شراٸط الحج) 
• হজ্বর ত্রুটি-বিচ্যুতি
(باب الجنایات فی الحج) 

ফতোয়া-ই রযভীয়া(১১তম খণ্ড)
• অধ্যায়: বিবাহ 
(کتاب النکاح) 
• যাদের বিবাহ করা হারাম ( باب المحرمات)
• অভিভাবক 
(باب الولی) 
• কুফূ বা সমতা 
(باب الکفاٸة) 

ফতোয়া-ই রযভীয়া(১২তম খণ্ড)
• মহর
(باب المهر) 
• যৌতুক
(باب الجهاز) 
• কাফিরের বিবাহ
(باب نکاح الکافر) 
• বৈবাহিক জীবন (باب المعاشرة)
• পালাবন্টন 
(باب القسم) 
• দ্বিতীয় বিবাহ
(باب النکاح الثانی) 
• অধ্যায়:তালাক
(کتاب الطلاق) 
• পরোক্ষ তালাক
(باب الکناية) 
• তাফভিয তালাক
(باب تفویض الطلاق) 

ফতোয়া-ই রযভীয়া(১৩তম খণ্ড)
• তা'লীক তালাক 
(باب تعلیق الطلاق) 
• ঈ'লা
(باب الایلاء) 
• খুলা
(باب الخلع) 
• যিহার
• (باب الظهار)
• ইদ্দাত
(باب العدة) 
• শোক পালন
(باب الحداد) 
• নিখোঁজ ব্যক্তির স্ত্রী
(باب زوجة مفقود الخبر) 
• নসব প্রমাণ
(باب النسب) 
• শিশু লালন-পালন 
(باب الخضانة) 
• খোরপোশ
(باب النفقة) 
• শপথ
• (کتاب الایمان)
• মানত
(باب النذر) 
• কাফ্ফারা
(باب الکفارة) 
• দন্ডবিধি ও শাস্তি
(کتاب الحدود والتعزیر) 

ফতোয়া-ই রযভীয়া(১৪তম খণ্ড)
• অধ্যায়: যুদ্ধ -১ম ভাগ
(کتاب السیر-١ ) 

ফতোয়া-ই রযভীয়া(১৫তম খণ্ড)
• অধ্যায়: যুদ্ধ -২ ভাগ
(کتاب السیر-٢) 

ফতোয়া-ই রযভীয়া(১৬তম খ.)
• অধ্যায়: অংশীদারিত্ব
( کتاب الشرکة) 
• অধ্যায়: ওয়াকফ
(کتاب الوقف) 
• ওয়াকফের ব্যয়ক্ষেত্র
( فصل مصارف وقف) 
• মসজিদের বিধান
(باب المسجد) 

ফতোয়া-ই রযভীয়া(১৭তম খ.)
• অধ্যায়: ক্রয়-বিক্রয়
( کتاب البیوع) 
• প্রস্তাব ও প্রস্তাব গ্রহণ
(ایجاب وقبول) 
• ইচ্ছাধিকারের শর্তারোপ
(خیار شرط) 
• নির্দিষ্টকরণের শর্তারোপ
(خیار تعین) 
• শর্তহীন ক্রয়-বিক্রয়
(بیع مطلق) 
• ফাসিদ ও বাতিল বিক্রি
(باب البیع الباطل والفاسد) 
• মাকরূহ ক্রয় বিক্রয়
(باب البیع المکروه) 
• অর্থহীন বিক্রি 
(باب بیع الفضولی) 
• একালা
(باب الاقالة) 
• মুরাবাহা
(باب المرابحة) 
• বিক্রিত বস্তু ও মূল্যে অধিকার
(باب التصرف فی المبیع والثمن) 
• ঋণ 
(باب القرض) 
• সুদ 
(باب الربوا) 
• ইসতিহক্বাক 
(باب الاستحقاق) 
• বায় সলম 
(باب بیع السلم) 
• ইস্তিসনা‘আ 
(باب الاستصناع) 
• বায় সরফ 
(باب الصرف) 
• তলজীয়্যাহ 
(باب بیع التلجیة) 
• বায় ওফা 
(باب بیع الوفاء) 
• বিবিধ ক্রয়-বিক্রয় 
(باب متفرقات البیع) 
• অধ্যায়: জামানত
(کتاب الکفالة) 
• অধ্যায়: হাওয়ালা
(کتاب الحوالة) 
ফতোয়া-ই রযভীয়া(১৮তম খ.)
• অধ্যায়: সাক্ষ্যদান (کتاب الشهادة)
• অধ্যায়: বিচার ও দাবি 
(کتاب القضاءوالدعاوی) 

ফাতাওয়া-এ রযভীয়া(১৯ খ.)
• অধ্যায়:ওকালত(প্রতিনিধিত্ব (کتاب الوکالة) 
• অধ্যায়: স্বীকারোক্তি 
(کتاب الاقرار) 
• অধ্যায়: আপস-মীমাংসা ( کتاب الصلح)
• অধ্যায়: মুদারিবা 
(کتاب المضاربة) 
• অধ্যায়:আমানাত
(کتاب الامانات) 
• অধ্যায়:'আরিয়ত বা ধার (کتاب العاریة)
• অধ্যায়: হিবা বা দান
( کتاب الهبة) 
• অধ্যায়: ইজারা
(کتاب الاجارة) 
• অধ্যায়: বাধ্যকরণ
(کتابالاکراه) 
• অধ্যায়: হাজার
(کتاب الحجر) 
• অধ্যায়: আত্মসাৎ
( کتاب الغصب) 

ফাতাওয়া-এ রযভীয়া(২০খ.)
• অধ্যায়: শুফ'আ
(کتاب الشفعة) 
• অধ্যায়:ভাগ বণ্টন 
(کتاب القسمة) 
• অধ্যায়:মুযারাআত
(کتاب المزارعة) 
• অধ্যায়: জবাই 
(کتاب الذباٸح) 
• অধ্যায়: শিকার 
(کتاب الصید) 
• অধ্যায়: কুরবানি 
(کتاب الاضحیة) 
• আকীকাহ 
(باب العقیقة) 

ফাতাওয়া-এ রযভীয়া (২১খ.)
• অধ্যায়: অবৈধ ও বৈধ (১ম)
(کتاب الحظر والاباحة) 
• আকিদা ও সিয়র
(اعتقادیاد و سیر) 
• তাবাররুক ও তাওয়াসসুল
(تبرک وتوسل) 
• তাসাওউফ ও তরিকত 
(تصوف وطریقت) 
• পানীয় ও খাদ্য 
(شرب وطعام) 

ফাতাওয়া-এ রযভীয়া (২২খ.)
• অধ্যায় : অবৈধ ও বৈধ (২য়) 
(کتاب الحظر والاباحة) 
• পাত্র ও অলংকার
(ظر وف و زیورات) 
• পোশাক ও সাজ-সজ্জা
(لباس ووضع و قطع) 
• দেখা এবং স্পর্শ করা
(دیکهنا وچهونا) 
• সালাম - সম্ভাষণ ও নবীবংশের সম্মান
(سلام تحیت وتعظیم ساد ات) 
• দাড়ি, মুণ্ডন ও খাটো করা, খতনা ও হাজামত
(ڈاڑھی،حلق وقصر،ختنه وحجامت) 

ফাতাওয়া-এ রযভীয়্যাহ(২৩খণ্ড)
• অধ্যায়: অবৈধ ও বৈধ (৩য়)
(کتاب الحظر والاباحة) 
• নামায ও পবিত্রতা 
(نمازوطهارت) 
• রোযা,যাকাত ও হজ্ব
(روزه وزکوة وحج) 
• জানাযা,কবর ও ওলীগণের মাযার যিয়ারত
(جناٸز وزیارت قبور و مزارات اولیاء) 
• ইসালে সওয়াব,সাদকা,দান ও ভিক্ষা
(ایصال ثواب وصدقه وخیرات وسوال) 
• যিকর ও দোয়া 
(ذکر ودعا) 
• বিবাহ ও তালাক
(نکاح وطلاق) 
• বংশ
(نسب) 
• রসম ও রেওয়াজ
(رسم ورواج) 
• শাস্তি ও তা'যিরাত
(حدود وتعزیرات) 
• শিষ্টাচার
(اداب) 
• সাজ-সজ্জা
(زینت) 
• আয়- উপার্জন
(کسب وحصول مال) 
• শিক্ষার্জন ও শিক্ষাদান
(علم وتعلم) 
• সভা-সমাবেশ
(مجالس ومحافل) 

ফাতাওয়া-এ রযভীয়া (২৪খ.)
• অধ্যায়: অবৈধ ও বৈধ (৪র্থ)
(کتاب الحظر والاباحة) 
• খেলাধুলা
(لهو ولعب) 
• সৎকর্মের আদেশ ও অসৎকর্মের নিষেধ
(امر بالمعروف ونهی عن المنکر) 
• রোগ এবং চিকিৎসা
(بیمار وعلاج معالجه) 
• সাহচর্য ও লেনদেন এবং বন্ধুত্ব ও শত্রুতা
(صحبت وموالات ومحبت) 
• অত্যাচার, মুসলমানকে কষ্ট দেয়া, সম্পর্কচ্ছেদ
(ظلم وایذاٸے مسلم وهجران وقطع تعلق)
• মিথ্যা, গীবত, প্রতিজ্ঞা ভঙ্গ
(جوٹ وغیبت وبدعہدی وغیرہ) 
• দাবী,বিচার,সাক্ষ্য
(دعوی وقضاء وشهادت) 
• সুন্দর আচরণ ও বান্দার হক
(حسن سلوک وحقوق العباد) 
• শোক,বিলাপ, অধৈয্য, ভীত 
(سوگ ونوحه وجزع وفزع) 
• তাজিয়া মিছিল এবং তৎসংশ্লিষ্ট কুপ্রথা 
(تعزیه اور اس سے متعلقہ بدعات) 
• অন্যের সাদৃশ্যকরণ
(تشبه بالغیر) 
• হুক্কা ও পান 
(حقه وپان) 
• ছবি
(تصویر) 
• জন্তু লালন,লড়ানো ও ওদের প্রতি দয়া বা অত্যাচার
(جانوروں کا پالنا،لڑانا اور 
ان پررحم وظلم) 
• নাম রাখা
(نام رکھنے کا بیان) 
• চিঠিপত্র
(خط و کتابت) 
• রাজনীতি
(سیاسیات) 
ফাতাওয়া-এ রযভীয়া (২৫খ.)
• অধ্যায় : ঋণ
(کتاب المداینات) 
• অধ্যায় : পানীয়
(کتاب الاشربة) 
• অধ্যায় : বন্ধক
(کتاب الرهن) 
• বন্টন 
( باب القسم ) 
• অধ্যায় : ওসীয়ত 
(کتاب الوصایا) 

ফাতাওয়া-এ রযভীয়া (২৬খ.)
• অধ্যায় : ফরায়েজ
(کتاب الفراٸض) 
• অধ্যায় : বিবিধ (১ম ভাগ)
(کتاب الشتی : اول) 
• ইতিহাস,সালেহিনদের স্মরণ ও ঘটনা
(تاریخ وتذکره وحکایات صالحین) 
• তাফসির ও উলুমে কুরআন
(فواٸدتفسیریه وعلوم قران) 
• মাহফিল ও মজলিস
(محافل ومجالس) 
• তাসাওউফ ও তরিকত এবং বায়আত, পীর-মুরিদির আদব
(تصوف وطریقت واداب بیعت پیرمریدی) 
• আওরাদ,ওযীফা ও আমল
(اوراد ووظاٸف وعملیات) 

ফাতাওয়া-এ রযভীয়া (২৭খ.)
• অধ্যায় : বিবিধ (২য় ভাগ)
(کتاب الشتی: ثانی) 
• ফওয়ায়িদে হাদিসিয়্যা
(فواٸد حدیثیه) 
• ফওয়ায়িদে ফিকহিয়্যা
(فواٸد فقهیه) 
• দর্শন, পদার্থ, বিজ্ঞান ও নুজূম
(فلسفه وطبعیات وساٸنس ونجوم) 
• মুনাযেরা ও ভ্রান্ত মতবাদের খণ্ডন
(مناظرہ و ردبد مذ ھبا ں) 

ফাতাওয়া-এ রযভীয়া (২৮খণ্ড)
• অধ্যায় : বিবিধ (৩য় ভাগ)
(کتاب الشتی :ثالث) 
• আযান, নামায, মসজিদ
(اذان، نماز، مساجد) 
• ফযায়েল ও মনাকিব 
(فضاٸل و مناقب) 

ফাতাওয়া-এ রযভীয়া (২৯খণ্ড)
• অধ্যায় : বিবিধ (৪র্থ ভাগ)
کتاب الشتی(حصه رابع) 
• আরূয ও কাওয়াফি
(عروض وقوافی) 
• শিক্ষা ও শিক্ষাদান
(علم وتعلیم) 
• যুবান ও বয়ান
(زبان وبیان) 
• ওয়ায ও তাবলীগ
(وعظ وبیان) 
• জীববিদ্যা
(علم الحیوان) 
• শরীরতত্ত্ব
(تشریح ابدان) 
• ইলমে হরূফ ও গণিত
(علم حروف وریاضی) 
• বান্দার হক
(حقوق العباد) 
• অভিধান
(لغت) 
• স্বপ্ন
( خواب ) 
• ভাড়া
(اجاره) 
• আকাইদ,কালাম, দীনিয়াত
(عقاٸد وکلام و دینیات) 
ফাতাওয়া-এ রযভীয়া (৩০খণ্ড)
• অধ্যায় : বিবিধ (৫ম ভাগ)
کتاب الشتی: خامس) 
• আলেম ও সূফিগণের উক্তির ব্যাখা
(شرح کلام علماء وصوفیاء) 
• তাজভীদ ও কিরাত
(تجوید وقرات) 
• কুরআনের লিপি
(رسم القران) 
• মহাকাশ, সময়বিদ্যা ও পঞ্জিকা
(تشریح افلاک وعلم توقیت و تقویم) 
• নবী করিম ﷺ 'র সিরাত, ফযিলত ও খাসায়েস
(سیرت وفضاٸل وخصاٸص سید المرسلین ﷺ) 

সহায়ক পুস্তক-পুস্তিকা

১. প্রফেসর মজিদ উল্লাহ কাদেরী : ফাতাওয়া-এ রযভীয়া কা মাওযূয়াতি জায়েযাহ্, মাসিক কারী , দিল্লী।

২. ড. মসউদ আহমদ : ‘সরতাজুল ফোক্বাহা’, এদারা-ই মাসউদিয়া, করাচি, (১৯৯৬)।

৩. ইসলামী বিশ্বকোষ : ইফাবা কর্তৃক প্রকাশিত, ১৩তম খণ্ড, ফিক্বহ ও ফাতাওয়া দ্রষ্টব্য।

৪. মুহাম্মদ নেজাম উদ্দীন : ইমাম আহমদ রেযা বেরলভী : জীবন ও কর্ম, (১৯৯৮) , চট্টগ্রাম।
Top