চারিত্রিক উদারতা ও শিষ্টাচারের শিক্ষাঃ আক্বা (ﷺ)'র কিছু মূল্যবান হাদিস।


▪ সে ব্যক্তি মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার, যার চরিত্র তাদের মধ্যে সবচেয়ে ভাল এবং যে পরিবার-পরিজনের সাথে বিনম্র। 

[তিরমিযী, আস সুনান, কিতাবুল ঈমান, হাদীস নং ২৬১২] 


▪ তােমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ, যারা তােমাদের মধ্যে স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ। 

[তিরমিযী, আস সুনান, কিতাবুর রিদায়ি, হাদীস নং ১১৬২; ইবন হিব্বান, আস সাহীহ, হাদীস নং ৪৭৯]


সচ্চরিত্রের চেয়ে মিজানে ভারী কিছু নেই। 

[তিরমিযী, আস সুনান, কিতাবুল বিরির ওয়াস সিলাহ, হাদীস নং ২০০২; আবু দাউদ, আস সুনান, আল আদব, হাদীস নং ৪৭৯৯ ]


▪ যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত হয়েছে, সে কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। 

[মুসলিম, আস সাহীহ, কিতাবুল বিরির ওয়াস সিলাহ, হাদীস নং ২৫৯২; আবু দাউদ, হাদীস নং ৪৮০৯; ইবন মাজাহ, আস সুনান, হাদীস নং ৩৬৮৭]


▪ "পিতার সন্তুষ্টিতে প্রভুর সন্তুষ্টি। পিতার অসন্তুষ্টিতে প্রভুর অসন্তুষ্টি।" 

[তিরমিযী, আস সুনান, কিতাবুল বিরির ওয়াস সিলাহ, হাদীস নং ১৮৯৯; হাকিম, হাদিস নং ৭২৪৯]


▪ সে ব্যক্তি আমার দলের নয়, যে ছােটদের দয়া করে না এবং বড়দেরকে সম্মান করে না। [তিরমিযী, আবু দাউদ]


▪ এ দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হল নেককার স্ত্রী। 

[মুসলিম, আস সাহীহ, কিতাবুর রিদা, হাদীস নং ১৪৬৭; নাসাঈ, আস সুনান, কিতাবুন নিকাহ, হাদীস নং ৩২৩২] 


▪“যে স্ত্রী এ অবস্থায় মৃত্যুবরণ করেছে যে, তার স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করল। 

[মুসলিম, আস সুনান, কিতাবুর রিদা, হাদীস নং ১১৬১; ইবন মাজাহ, আস সুনান, কিতাবুন নিকাহ, হাদীস নং ১৮৫৪]


▪ “ঈমানদার কখনও ভর্ৎসনাকারী, লা'নতকারী, অশ্লীল বক্তা ও ধৃষ্টতা প্রদর্শনকারী হয় না।' 

[তিরমিযী, আস সুনান, কিতাবুল বিরির ওয়াস সিলাহ, হাদীস নং ১৯৭৭; বুখারী, আল আদবুল মুফরাদ, হাদীস নং ৩১২; ইবন হিব্বান, আস সাহীহ, হাদীস নং ১৯২ ]




Top