মাথা দামী না হাত দামীঃ ইমাম আলি মাকাম হোসাইন (আলাইহিমুস সালাম)
সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী
ইয়াজিদ লানতি শর্ত দিল, হে হোসাইন! হয়ত হাত দাও (বায়াতের জন্য) আর না হয় শির দাও, মাথা দাও।
আমাদের কাছে যদি কেউ দুটো জিনিসের যেকোন একটা দাবী করে তখন আমরা তুলনা করে দেখব কোনটার মূল্য তুলনামূলক কম।
ইমাম হোসাইন আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার মাথা একজন মুসলমানের মাথা, কিন্তু আমার এই হাত এক লাখ চব্বিশ হাজার নবী রাসুলের প্রতিনিধিত্ব করে। ইব্রাহিম আঃ যেই হাত নমরুদের হাতে দেন নাই, মুসা আঃ যেই হাত ফিরয়াউনের হাতে দেন নাই, হুজুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই হাত আবু জাহলের হাতে দেন নাই, আমি ইমাম হোসাইন এই হাত কিভাবে অত্যাচারী ফাসিক শরাবী নারীলোভী লম্পট ইয়াজিদের হাতে দেব?
রে পাপিষ্ঠ ইয়াজিদ! নরাধম! তুই আমার শির নিয়ে যা, কিন্তু সেই শিরও জিন্দা তোর সামনে ঝুকবে না, নিতে হলে কেটে নিতে হবে।
তো ইমাম শির দিয়ে দিলেন!
"শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন
দ্বীন আস্ত হোসাইন, দ্বীনে পানাহ আস্ত হোসাইন
সার দাদ না দাদ, দাস্ত দার দাস্তে ইয়াজিদ
হাক্কাকে বেনা লা ইলাহা আস্ত হোসাইন।"
হোসাইন শাহানশাহ, হোসাইন বাদশাহ
হোসাইন ধর্ম, হোসাইন দ্বীনের আশ্রয়স্থল
শির দিলেন তবু হাত দিলেন না ইয়াজিদের হাতে
লা ইলাহা কালিমার বুনিয়াদ ইমাম হোসাইন!"