"কেহ কি মুসলিম নাই "
[লেখক :: আরিফ ওয়াকিজ]
হুসাইন কাফেলা দাড়িয়ে গেলো
কারবোবালার ময়দানে,
দাওয়াত দিয়া কেনো ডাকিলা
এই ধূসর মরুর পানে।
কোথায় তারা ডাকিলো যারা
মুনিব কহিয়া মোরে?
আমার নামে নালিশ দাতা
নানাজানের তরে!
আসিলাম দেখো রক্ষা করিতাম
জালিম শ্বাসক হতে,
ডাকছি আসো সরল সহজ
আল্লাহ্ নবীর পথে।
ইমাম মন্জিল ঘেরাও করিয়া
ইয়াজিদ সৈন্য দল,
হুসাইন তোর নিস্তার নাই
ইয়াজিদ বাদশাহ্ বল!
বুঝিলাম ওরে হে কুফাবাসি
ছলনা করিলা হায়!
খোদার কথা করো গো স্বরণ
কেহ কি মুসলিম নাই?
ওরে জালিম দেখ আমারে
আহলে বায়তে রাসুল,
ইবনে শেরে খোদা আলী
মাতা জাহারা বাতুল।
হেদায়তের দুটি মশাল জানো
প্রথম খোদার কোরআন
বিদায় হজ্বে নবীর বানী
দ্বিতীয় তাহার খানদান ।
ইয়াজিদ সৈন্য ধার ধারে না
পাক পবিত্র বানীর,
ফুরাতের তীর ঘেরাও করো
তৃষ্ণায় মরুক পানির।
ওরে হুসাইন ময়দানে আয়
যুদ্ধে তলোয়ার ধর,
বাচতে চাইলে ইয়াজিদ নামে
জয় জয় ধ্বনি কর!
ওহে মালাউন প্রেতাত্তার দল
ইয়াজিদ লম্পট পাপী,
হুসাইন পাক পবিত্র খোদার
জিকির সদা জপি।
অসত্যের কাছে নত নাহি শির
নানাজানের পাক বানী,
ন্যায়ের পক্ষে হুসাইন সদা
প্রস্তুত দিতে কোরবানি।
শুনো মোর হে সঙ্গী সাথী
শুনো হে পরিজন,
সত্য নানার ভবিষ্যৎ বানী
আসিলো ভয়াল ক্ষণ।
চলে যাও সবে রাত্রি হলে
আপন ঘরের পথে,
আমার খুনের তৃষ্ণার্ত তারা
শান্ত হবে তাতে।
আপনারে ছাড়ি কোথায় যাবো
মাওলা হুসাইন বলেন,
ইবনে শয়তানরে নরকে পাঠায়
মোদের দোয়া করেন।
সত্যের বাসী বাহাত্তর জন
জালিম হাজার কুড়ি,
তৃষ্ণায় কাতর হক হুসাইনী
কেমনে যাত্রা পারি?
আকাশ বাতাস চন্দ্র তারা
বলে দয়াল রাব্বানা,
কেমন লীলা দেখিবে জগৎ
দ্বিলে আর সহে না।
সামনে যাইবার সাহস এলেম
ওয়াকিজের আর নাই
মালাউন ইয়াজিদ সৈন্য পাপী
লানত তোদের হায়!
লানত তোদের হায়!